মার্কিনপ্রবাসী এক মহিলার পরিচয় জাল করে তাঁর সম্পত্তি বিক্রি করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাত ১২টা নাগাদ দমদম বিমানবন্দর থেকে ওই ব্যক্তিকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃত বিশাখকুমার ঘোষ (৫০) হিন্দুস্থান পার্কের বাসিন্দা। ২৮ মে পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ধৃত ব্যক্তি অভিযোগকারী মহিলার ভাইপো।
পুলিশ সূত্রে খবর, রিনি ঘোষ নামে ওই মহিলা ব্যবসা সূত্রে আমেরিকায় থাকেন। কসবা এলাকায় তাঁর ২৭ কাঠার মতো একটি জমি ছিল। গত বছর রিনিদেবীর পরিচয় নকল করে বিশাখ কাগজে-কলমে ওই জমির ‘পাওয়ার অফ অ্যাটর্নি’ হন ও ৩ কোটি ৭৫ লক্ষ টাকায় সেটি বিক্রি করে দেন। পুলিশ জানায়, ‘পাওয়ার অফ অ্যাটর্নি’ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অন্য এক মহিলাকে নিয়ে গিয়ে রিনি ঘোষ বলে পরিচয় দেন বিশাখ। সঙ্গে রিনিদেবীর যাবতীয় পরিচয়পত্রের জাল নথিও পেশ করেন তিনি। এর পরে কুন্তল সাহা নামে এক জনের কাছে জমিটি বিক্রি করে দেন।
কী করে জানা গেল এই ঘটনা? পুলিশ জানায়, রিনিদেবী কসবার জমিটি দেখভালের দায়িত্ব দিয়েছিলেন তাঁর এক ঘনিষ্ঠ ব্যক্তিকে। জমি বিক্রির পরে এক দিন করের রসিদ হাতে পেয়ে ওই ব্যক্তি দেখেন, জমির মালিকের নাম বদল হয়ে গিয়েছে। এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন রিনিদেবী। তদন্তে বিষয়টি জানতে পারে পুলিশ। শুক্রবার রাতে বিশাখ সিঙ্গাপুর থেকে ফিরবে খবর পেয়ে বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত যে তাঁদের আত্মীয়, সে কথা জানিয়ে রিনিদেবীর অভিযোগ, না জানিয়ে আগেও কয়েক বার সম্পত্তি বিক্রি করেছিল বিশাখ। কিন্তু আত্মীয় হওয়ার কারণে বিশেষ গুরুত্ব দেননি তিনি। তাঁর কথায়, “যে জমি বিক্রির বিশাখ গ্রেফতার হয়েছে, তা বন্ধক দিয়ে আগে তিন বার ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল সে।” তাঁর অভিযোগ, বিশাখকে আগেও একটি সংস্থার ট্রেডমার্ক জাল করে ভোজ্য তেল বিক্রির অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। |