প্রয়াত হলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্দনা সিংহ। শনিবার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৩। জানুয়ারি মাস থেকেই অসুস্থ ছিলেন বন্দনাদেবী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার তাঁর চিকিৎসার সমস্ত দায়িত্ব নেয়। শনিবার মৃত্যুর খবর পেয়ে তাঁর শেষকৃত্যের দায়িত্বও নেয় রাজ্য সরকার। সঙ্গীতজীবনে তিনি গুরু হিসেবে পেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, পাহাড়ী সান্যালকে। প্রায় ৫০ বছর গান গাওয়ার পরে ২০০৫ সালে স্বেচ্ছা অবসর নেন বন্দনাদেবী। ১৯৬১ সালে তাঁর প্রথম রেকর্ড প্রকাশ হয়। এ ছাড়া, তিনি ‘উত্তর ফাল্গুনী’, ‘জতুগৃহ’, ‘নির্জন সৈকতে’-র মতো চলচ্চিত্রেও গান গেয়েছেন।
|
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে শনিবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তনী সমিতির উদ্যোগে ওই হাসপাতালেই আয়োজিত হয় এক আলোচনাচক্র। সভায় স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তৃতা করেন বেলুড় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বামী আত্মপ্রিয়ানন্দ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার অদ্বৈত আশ্রমের স্বামী নরসিংহানন্দ এবং অধ্যক্ষ তপন লাহিড়ী।
|
গঙ্গা থেকে এক তরুণের দেহ উদ্ধার হল শনিবার সন্ধ্যায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মেহফুজ আলি (১৭)। তাঁদের অনুমান, জোয়ারের সময় গঙ্গার জলে ডুবে মৃত্যু হয়েছে ওই তরুণের। |