আগামী বছরের মধ্যে নজরুলতীর্থ তৈরি করার সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্য সরকারের তরফে আগামী বছর নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন করতে চান মমতা।
রাজারহাটে রবীন্দ্রতীর্থ তৈরি করেছেন মমতা। সেই প্রসঙ্গ টেনে নজরুল মঞ্চে শনিবার নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে মমতা বলেন, “ন’মাসে রবীন্দ্রতীর্থ তৈরি করেছি। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বলে দিয়েছি আগামী বছরের মধ্যে যাতে নজরুল তীর্থ তৈরি করা যায় তা দেখতে। আগামী বছর নজরুলতীর্থেই নজরুল জন্মজয়ন্তী পালন করব। এটা আমাদের লক্ষ্য।” নজরুলতীর্থের জন্য এ দিনই টেন্ডার হয়েছে বলে অনুষ্ঠানের পরে জানান পুরমন্ত্রী। ফিরহাদের কথায়, “নিউটাউনে ২ একর জায়গা চিহ্নিত করা হয়েছে। ৫৯ কোটি টাকার প্রকল্প হবে।”
নজরুলতীর্থ করে কাজী নজরুল ইসলামের বিষয়ে গবেষণার সুযোগ আরও বাড়ানোর পাশাপাশি নজরুলকে আন্তর্জাতিক পরিচিতি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন মমতা। |
এ দিন তিনি ঘোষণা করেন, “দুর্গাপুরের কাছে অন্ডালে একটি বিমানবন্দর তৈরি হবে। সেটি নজরুলের জন্মস্থান চুরুলিয়ার কাছাকাছি। তাই ওই বিমানবন্দরের নাম কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হবে।”
বিমানবন্দরের এই নামকরণ যে করা হবে, তা অবশ্য শুক্রবারই নিজের ফেসবুকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধু নজরুলের নামে নামকরণ নয়, কবি-নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের নামেও আলিপুরে একটি সেতুর নামকরণ করা হবে বলে মমতা জানান।
তিনি বলেন, “জুলাইতে আলিপুরে দ্বিজেন্দ্রলাল রায়ের স্মৃতিতে ধনধান্য নামে একটি স্টেডিয়াম করছি। আলিপুরের একটি সেতুরও নামকরণ হবে দ্বিজেন্দ্রলালের নামে।”
এ দিনের অনুষ্ঠানে তথ্য-সংস্কৃতি দফতরের তরফে সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন আঙিনার কৃতী জনকে পুরস্কৃত করা হয়। নজরুলমঞ্চকে শীতাতপ নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওই কাজের জন্য এখন থেকে এক বছর এই মঞ্চ বন্ধ রাখা হবে বলে মহাকরণ সূত্রের খবর। |