শুক্রবার এসজেডিএ’তে আর্থিক দুর্নীতির তদন্তে নেমে শুক্রবার সংস্থার ডিভিশনাল অ্যাকাউট্যান্ট সুবিমল প্রামাণিককে নানা হিসাবপত্র নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ঘটনায় দুর্নীতির ঘটনায় অভিযুক্ত সহকারি ইঞ্জিনিয়ার (বিদ্যুৎ বিভাগ) মৃগাঙ্কমৌলি সরকারের স্যালারি অ্যাকাউন্ট নম্বর নেন তদন্তকারী পুলিশ অফিসাররা। বৃহস্পতিবার ওই ঘটনায় সংস্থার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (বিদ্যুৎ বিভাগ) প্রবীণ কুমার এবং ঠিকাদার সংস্থার প্রতিনিধি অমলকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে পুলিশ। শিলিগুড়ির পুলিশ কমিশনার কে জয়রামন বলেন, “ওই ঘটনার তদন্ত চলছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ সূত্রের খবর, বাগডোগরা, মালবাজার এবং ময়নাগুড়িতে তিনটি শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানোর কাজে সরঞ্জাম কেনা না হলেও কাগজেকলমে তা দেখিয়ে প্রায় ৯ কোটি ৭৪ লক্ষ টাকা করে মোট ৩০ কোটি টাকা দেওয়ার অভিযোগ রয়েছে ঠিকাদার সংস্থাটিকে। একই ভাবে মহানন্দা অ্যাকশন প্ল্যানের কাজে যন্ত্রাংশ না কিনেও প্রায় ২০ কোটি টাকা দেওয়া হয় বলে অভিযোগ। ওই ঘটনায় মৃগাঙ্কমৌলিবাবু ছাড়াও বিদ্যুৎ বিভাগের অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার সপ্তর্ষি পাল এবং কলকাতার ঠিকাদার সংস্থার কর্ণধার অজিত বন্দ্যোপাধ্যায়ের নামে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।
|
হাইড্রেন পরিষ্কার না হওয়ায় অল্প বৃষ্টিতেই খালপাড়ার নয়াবাজারে নিকাশি উপচে জল দোকানে ঢুকছে বলে অভিযোগ তুলে কমিশনারকে স্মারকলিপি দিল সিপিএম। শুক্রবার শিলিগুড়ি ২ নম্বর লোকাল কমিটির তরফে পুরকমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধানকে স্মারকলিপি দেন। অভিযোগ, বর্ষা শুরু হলেও খালাপাড়ার হাইড্রেনগুলি পরিষ্কার করা হয়নি। সে কারণেই একটু বৃষ্টি হলেই নিকাশী উপচে জল রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে। ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানান নয়াবাজারের ব্যবসায়ীরা। এই সমস্যা সমাধানের দাবিতে পাশাপাশি ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স ফি বাড়ানোর প্রতিবাদ করেন সিপিএম কর্মী ও কাউন্সিলররা। এ ছাড়াও ওই এলাকায় মাছ বাজারের কাছে প্রায় পাঁচ মাস থেকে একটি কালভার্ট ভেঙে পড়ে রয়েছে। বার বার জানানো হলেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি, ট্রেড লাইসেন্স ফি বাড়িয়ে দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সিপিএম নেতৃত্ব। হোল্ডিং ট্যাক্স বাড়ানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। ওই অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন পুর কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধান।
|
মুখ্যমন্ত্রীর মুরগির বাজার বিক্রয়মূল্য বেঁধে দেওয়ার সমালোচনা করলেন বিজেপির লিগ্যাল ও লেজিসলেটিভ সেলের সদস্যরা। তাঁদের দাবি, “শুধু মুরগি নয়, কৃষকরা যাতে ন্যায্য মূল্যে উৎপাদিত দ্রব্য বিক্রি করতে পারেন তার ব্যবস্থা হোক।” শুক্রবার শিলিগুড়িতে। আজ, শনিবার দীনবন্ধু মঞ্চে তাদের দ্বিতীয় উত্তরবঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে এই দাবির পাশাপাশি সীমান্তে গরু পাচার, জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ নিয়ে টালবাহানা নিয়েও জনমত তৈরি করার চেষ্টা করবেন তারা বলে সংগঠনের পক্ষ থেকে এ দিন জানান সমীর পাল, সিদ্ধার্থ ভট্টাচার্যরা।
|
টানা ১২ ঘণ্টার বেশি ডিউটি না করার কথা জানিয়ে সুপারকে শুক্রবার স্মারকলিপি দেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার ও ইন্টার্ন হাউস স্টাফরা। রোগীর সঙ্গে দুর্ব্যবহার করায় শো’কজ হওয়া এক জুনিয়র ডাক্তারের বিরুদ্ধেও অভিযোগ প্রত্যাহারের দাবিও জানানো হয়। তাদের দু’টি দাবিই গুরুত্ব দিয়ে বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন মেডিক্যাল সুপার সব্যসাচী দাস।
|
বধূকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শামুকতলা থানার কাঞ্জালি বস্তির বুধু লাইনে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম তিনতুস কেরকাট্টা। বাড়ি ময়নাবাড়ি গ্রামে। জমি থেকে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। একা পেয়ে জোর করে রাস্তার পাশের ঝোপে টেনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
|
মোমবাতি থেকে আগুন লেগে ছাই হল দোকান। শুক্রবার রাতে শিলিগুড়ির সুকান্ত নগর এলাকায়। দমকলের দু’টি ইঞ্জিন ও স্থানীয় লোকেদের চেষ্টায় আগুন আয়ত্বে আসে। মালিক নারায়ণ সাহার দাবি, প্রায় দু’লক্ষ টাকার সামগ্রী পুড়ে গিয়েছে। |