সংস্কৃতি যেখানে যেমন

কবি প্রণাম জলপাইগুড়িতে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্মদিবসে জলপাইগুড়ি জুড়ে হল নানা অনুষ্ঠান। জলপাইগুড়ি জেলা সদরে তথ্য ও সংস্কৃতি দফতর ও বন বিভাগের যৌথ উদ্যোগে সারা দিন ধরে নানা অনুষ্ঠান হয়। প্রভাত ফেরি দিয়ে শুরু। সকাল ১০টায় বসে আঁকো প্রতিযোগিতা। ছিল, কবিগুরুর বিজ্ঞান ভাবনা শীর্ষক চিত্র প্রদর্শনী। সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রে বিকেল ৫টা থেকে অনুষ্ঠিত রবীন্দ্র সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন বনমন্ত্রী হিতেন বর্মন, মুখ্য বনপাল উত্তর অঞ্চল পি টি ভুটিয়া, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক জগদীশ চন্দ্র রায় ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য চন্দন ভৌমিক।
অনুষ্ঠানে সঙ্গীত শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বাবলি রায়কত, মণিদীপা নন্দী বিশ্বাস, রেশমি মুখোপাধ্যায়, সুপর্ণা দাশগুপ্ত ও নন্দন ভারতী সঙ্গীত মহাবিদ্যালয়ের শিল্পীরা। আলেখ্য ও নাট্যাংশ নিবেদন করে জলপাইগুড়ি জেলা স্কুল, বাঁচব-বাঁচাব সংস্থা ও বোধন নৃত্যানুষ্ঠানে ছিল নটনিক্বন, কলামণ্ডলম এবং রিদম আবৃত্তিতে আকাশ পালচৌধুরী, মীরা শর্মা, বিকাশ বন্দ্যোপাধ্যায় ও সোমা দে। সঞ্চালনায় মানস ভৌমিক।
সকাল ৭টায় পদযাত্রা শেষে কবি মূর্তিতে মালা দেন জেলা গ্রন্থাগার আধিকারিক তুষার কান্তি চট্টোপাধ্যায়। জেলা গ্রন্থাগারিক দেবাশিস মিশ্র, উমেশ শর্মা, সুভাষ কর্মকার প্রমুখ। রবীন্দ্র বীথি, বিবেকানন্দ যুব মণ্ডল ও আরও অনেক সংস্থার সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন। দুপুর থেকে শুরু হয় মূল অনুষ্ঠান। রবীন্দ্র সাহিত্যে নারীর অবস্থান বিষয়ে বক্তব্য রাখেন সুস্মিতা ভৌমিক। রবীন্দ্রনাথের গানে স্বরলিপি পাঠান্তর নিয়ে বক্তব্য রাখেন শৈবাল বসু। নাচ গান আলেখ্যে কবি প্রণামে অংশ নেয় রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়, সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়, ফণীন্দ্র দেব বিদ্যালয়, জেলা বিদ্যালয় ও নটনিক্বন সহ বহু সংস্থা। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি সন্ধ্যাবেলায় কবি প্রণামের আয়োজন করে সমাজ পাড়া মোড়ে। নাচ-গান-আবৃত্তিতে। নৃত্যানুষ্ঠান করে সংকল্পের শিল্পীরা। ২২ নম্বর পুর ওয়ার্ডে সকাল সাড়ে ৮টায় রবীন্দ্র প্রতিকৃতিতে মালা দিয়ে অনুষ্ঠান সূচনা করেন ওয়ার্ড কমিশনার চিত্ত সরকার, অশোক ভট্টাচার্য ও ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত।
নানা অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন গৈরিক চন্দ, পারমিতা দাস, স্নিগ্ধা উপাধ্যায়, সায়ন্তনী দাস, অরুন্ধতী দাস, অনমিত্র মুখোপাধ্যায়। কবিগুরুর ‘জীবন ও মৃত্যু’ অবলম্বনে শ্রুতিনাটক পরিবেশন করেন শিলালী নাট্যমের শিল্পীরা। নাট্যরূপ অশোক ভট্টাচার্য। হাকিমপাড়া গ্রন্থাগার ঘরোয়া এক অনুষ্ঠানে কবিকে প্রণাম জানায়। মোহন্তপাড়ার কচিকাঁচারা মাঠে মঞ্চ বেঁধে নাচে-গানে প্রণাম জানিয়েছে বিশ্বকবিকে। এ বারও রবীন্দ্র বীথির শিল্পীদের প্রভাত ফেরির গানে ঘুম ভেঙেছে শহরের বাসিন্দাদের।

দিন পালন শিলিগুড়িতেও
তথ্য সংস্কৃতি দফতর ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে গত ৯ মে শিলিগুড়ি রবীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল কবি প্রনাম অনুষ্ঠান। উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গৌতম দেব। নৃত্যনন্দনের পরিচালনায় রবীন্দ্র নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। ছিল পল্লবী চক্রবর্তী, প্রমা চক্রবর্তী, তন্নিষ্ঠা বিশ্বাস, সত্যজিৎ মুখোপাধ্যায়, পিন্টু গোস্বামী, কাকলি মজুমদারের রবীন্দ্র সঙ্গীত। শিশুশিল্পীর মধ্যে নৃত্যে ছিল সৃষ্টিশিখা রায় ও মনীষা সরকার। সিন্থেসাইজারে অনির্বাণ দাস, তবলায় প্রকাশ চৌধুরী, অরিন্দম বিশ্বাস, পারকারশনে সুমন্ত দত্ত, গিটারে শুভময় কর, দেবজ্যোতি অধিকারী। সঞ্চালক পারমিতা দাশগুপ্ত। শিলিগুড়ি লেকটাউন সানরাইজ ক্লাব-এর উদ্যোগে ১১ মে অনুষ্ঠিত হয় রবি প্রণাম। কচিকাঁচাদের নৃত্যে সূচনা। সঙ্গীত পরিবেশন করেন ধ্রুবজ্যোতি সরকার, অপরাজিতা চন্দ। তবলায় রূপম, সিন্থেসাইজারে দেবজ্যোতি ও পারকারশনে শান্তনু। আবৃত্তি করেন সোমনাথ দাস, পারমিতা দাশগুপ্ত। শেষে গৌতম সেনগুপ্তর ‘কালমৃগয়া’।

‘সৃজনীধারা’র বিশেষ সংখ্যা
জলপাইগুড়ির ‘সৃজনী’ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘সৃজনীধারা’র ‘উত্তরবঙ্গে মুসলিম সমাজ ও সংস্কৃতি’ বিষয়ক একটি বিশেষ সংখ্যা প্রকাশ করলেন অশ্রুকুমার সিকদার। এক আলোচনাসভায় তিনি, আনন্দগোপাল ঘোষ ও উমেশ শর্মা। ছিলেন সংস্থার প্রতিনিধিরা। ছিল সংস্থার সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানের দুই পর্ব, সঙ্গীত এবং সরোদ ও তবলার যুগলবন্দি।

কবি-স্মরণ বালুরঘাটেও
গানে, কবিতায়, নৃত্যে বালুরঘাটে পালিত কবিগুরুর ১৫৩ তম জন্মদিন। রথতলা ‘ঐকতান’ সংস্থার উদ্যোগে সুতপা দত্তের পরিচালনায় অনুষ্ঠান দু’বছরে পা রাখল। ছিল একক নৃত্য, গান, আবৃত্তি। পরিবেশন করা হয় তোতাকাহিনি। প্রভাতী অনুষ্ঠানে কবি প্রণাম করে নামাবঙ্গী উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘আমরা যৌবনের দূত’। সঙ্গীত পরিবেশন করেন রাজর্ষি সাহা রায়, ইপ্সিতা দাস। বক্তব্য রাখেন শিক্ষিকা শুভ্রা দাস। সঞ্চালক ছিলেন বিভাস রায়। জন্মদিন পালন করে অযোধ্যা কেডি বিদ্যানিকেতন। সকাল-সন্ধ্যায় বালুরঘাট মন্মথ মঞ্চে অনুষ্ঠান করে রবিনন্দন ও আবির নৃত্যালয় সংস্থা।

সত্যজিৎ-স্মরণ
২ মে সত্যজিৎ রায়ের জন্মদিনে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল গৌড় কলেজের ‘মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম’ বিভাগ। প্রদর্শিত হল পরিচালক অঞ্জনাভ রায়ের ‘যাপন’ (চিত্রনাট্য চিরশ্রী দাশগুপ্ত), সত্যজিৎ রায়ের ‘ট্রু’ এবং তমাল দাশগুপ্তের ‘স্টোরি অব পথের পাঁচালি’।

অঙ্কন প্রদর্শনী
ইন্ডিয়ান আর্ট অ্যাকাডেমির উদ্যোগে শিলিগুড়ির রামকিঙ্কর হলে ৪ ও ৫ মে হয়ে গেল অঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী। প্রায় তিনশো শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। পুরস্কার তুলে দেন অমিত সরকার, বাণী দেব, রেশমী দেব চক্রবর্তী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.