টাকা ফেরত না পেয়ে সারদা’র এক এজেন্টের বাড়ি থেকে জোর করে গরু, ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আমানতকারীদের একাংশের বিরুদ্ধে।
শুক্রবার শিলিগুড়ির হিমাঞ্চল বিহারে শ্যামল সেন কমিশনের অফিসে এসে ওই অভিযোগ করেন ফালাকাটার শিরুবাড়ির বাসিন্দা দিপালী সরকার। তাঁর দাবি, “কয়েকজন আমানতকারী তাঁদের এক বিঘা কৃষি জমিও দখল করে নিয়েছেন।’’
তিনি জানান, গত দু’বছর ধরে সারদা’র এজেন্ট হয়ে গ্রামে কাজ করেছি। আত্মীয় থেকে গ্রামের অনেক বাসিন্দা টাকা রেখেছিলেন। প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা সারদা’য় রেখেছিলাম। তাঁর কাছে ১২৫ জন আমানতকারী টাকা রেখেছেন। তিনি বলেন, ‘‘কাকে কী বলব, অনেকেই আমার মুখ দেখে টাকা রেখেছে। আমার স্বামী চাষ করেন। কোনও রকমে সংসার চালাই। ভেবেছিলাম এজেন্টের কাজ করে একটু স্বচ্ছলতা আসবে। তা হল না। এখন জমি, গরু, ছাগল সব গেল।”
বৃহস্পতিবার দিপালী দেবী এক আত্নীয় নরেশ সরকারের সঙ্গে শ্যামল সেনের কমিশনে পৌঁছান। সঙ্গে তাঁর শিশু পুত্রকে নিয়ে আসেন। ওইদিন সব ফর্ম জমা দিতে না পারায় তিনি অন্যদের সঙ্গে একটি ভাড়া ঘরে রাত কাটান। রাত ২টা থেকে ফের লাইনে দাঁড়ান। তিনি বলেন, “এদিও সব জমা দিতে পারলাম না। আবার এক রাত কাটাতে হবে।” তাঁর সঙ্গে আসা নরেশবাবুও এক লক্ষ টাকা রেখেছিলেন দিপালী দেবীর মাধ্যমে। নরেশবাবু বলেন, “আমিও টাকা রেখেছি। উনি নিজেই অসহায় হয়ে পড়েছেন। তাই ওঁর সঙ্গে এসেছি। এখন রাজ্য সরকারই ভরসা।”
অন্য দিকে, শেয়ার ব্যবসার প্রশিক্ষণ দেওয়ার নাম করে বাজার থেকে টাকা তুলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রফিটাস এডুকেয়ার নামের একটি সংস্থার বিরুদ্ধে। শিলিগুড়ি থানায় দু’টি অভিযোগ জমা পড়েছে। পুলিশ তদন্তে নেমেছে। অভিযোগ, সারদা গোষ্ঠীর অর্থ নয়ছয়ের খবর সামনে আসার পরের সপ্তাহ থেকেই প্রফিটাস তাদের আশ্রমপাড়ার কার্যালয় গুটিয়ে পালিয়েছে। দিল্লিতে সংস্থার প্রধান শাখা রয়েছে সংস্থা কর্তৃপক্ষ দাবি করলেও অভিযোগকারীরা খোঁজ নিয়ে জানতে পারেন ওই ঠিকানায় কোনও অফিস নেই। ডায়মন্ড হারবারে রাজ্যের প্রধান শাখারও কোনও হদিশ পাওয়া যায়নি। গোপাল দাস ও পরিতোষ বর্মন নামে ওই সংস্থার দুই শিক্ষার্থী গত ২৯ মে শিলিগুড়ি থানায় দুটি আলাদা অভিযোগ দায়ের করেন। মোট ৫ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
এর মধ্যে দক্ষিণ ২৪ পরগণার উত্তরপাড়ার দীপাঞ্জন হালদার, ডায়মন্ড হারবারের কুন্তল কুমার ঘোষাল, হরিশ সাহু, দেব কুমার মণ্ডল ও মধুমিতা কয়াল সাহার নাম রয়েছে। শিলিগুড়ির ডেপুটি কমিশনার ওজি পাল বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” |