|
|
|
|
সারদা-কাণ্ডে পথে নামছে যুব কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সঙ্গে টক্কর দিতে দিল্লির নির্দেশে দলের যুব সংগঠনকে পথে নামাচ্ছে কংগ্রেস। সারদা-কাণ্ডকে পঞ্চায়েত ভোটে হাতিয়ার করেছে বিরোধীরা। সেই সূত্রেই কেন্দ্র তথা দলের বক্তব্য তুলে ধরতে কেন্দ্রের কোম্পানি বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী সচিন পায়লটকে কলকাতায় নিয়ে এসে সভা করার পরিকল্পনা করেছে প্রদেশ যুব কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগেই কলকাতায় তাঁরা ওই সভা করবেন বলে শুক্রবার জানান প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সৌমিক হোসেন। লগ্নি সংস্থার বেআইনি কারবারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আমানতকারীদের টাকা ফেরত ও সারদা-কাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে ওই সভা শুরুর আগে যুব কংগ্রেস মিছিলও করবে।
রাজ্যে লগ্নি সংস্থার রমরমা নিয়ে কেন্দ্রকেও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্ব। এর জবাব দিতেই যুব কংগ্রেসের সভায় সচিনকে প্রধান বক্তা করা হয়েছে। পশ্চিমবঙ্গে সারদা-সহ ৭৩টি লগ্নি সংস্থার তালিকা সচিনের দফতর থেকেই সংসদে জানানো হয়েছিল। সারদা-কাণ্ডের প্রেক্ষিতে রাজ্যে বিশেষত গ্রামাঞ্চলে, সাধারণ মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে প্রচারকে জোরদার করার জন্য সর্বভারতীয় যুব কংগ্রেস নেতৃত্ব তাঁদের নির্দেশ দেন। সৌমিক বলেন, “যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাজীব শতাভের নির্দেশে আমরা কলকাতা মিছিল ও সভা দিয়ে আন্দোলনের শুরু করব। পরে রাজ্যের জেলায় জেলায় মিছিল-সভা হবে।” কলকাতায় যুব কংগ্রেসের ওই কর্মসূচির দিন-ক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে পঞ্চায়েত ভোটের আগেই তা করা হবে বলে এ দিন সৌমিক জানিয়েছেন। এ বার পঞ্চায়েত
ভোটে যোগ্য যুবদের দলের প্রার্থী করার বিষয়ে প্রদেশ কংগ্রেস
সভাপতি প্রদীপ ভট্টাচার্যের কাছে তিনি আবেদন জানাবেন।
সেই সঙ্গে রাজ্যে যুব কংগ্রেসেকে প্রাসঙ্গিক করে তুলতে নানা কর্মসূচি তাঁরা পালন করবেন জানিয়ে সৌমিক বলেন, “এ বার আমরা ২১ জুলাই শহিদ দিবস পালন করব।” কোথায় তাঁরা সভা করবেন তা নিয়ে সংগঠনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “১৯৯৩ সালের ২১ জুলাই আমাদের সংগঠনের ১৩ জন কর্মী বাম সরকারের পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। সেই শহিদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই। আমাদের মঞ্চে পাগলুর নাচ হবে না, যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালন করা হবে।” |
|
|
|
|
|