রক্ষাকবচ নিয়েই পার্থ অনুষ্ঠানে |
বেআইনি অর্থ লগ্নি সংস্থার সঙ্গে যুক্ত কেউ উপস্থিত থাকবেন না, এই মর্মে উদ্যোক্তাদের লিখিত প্রতিশ্রুতি পেয়ে শুক্রবার একটি অনুষ্ঠানে গেলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবং অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে নিজেই জানালেন সে-কথা। সম্প্রতি নিউ টাউনে একটি স্কুলের শিলান্যাস করতে গিয়েও শিল্পমন্ত্রী জানিয়েছিলেন, কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে তিনি দেখে নিচ্ছেন, সেখানে অর্থ লগ্নি সংস্থার কেউ থাকবেন কি না। এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আমি এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের লিখিত প্রতিশ্রুতি দিতে বাধ্য করিয়েছি যে, এখানে বেআইনি অর্থ লগ্নি সংস্থার যুক্ত কেউ থাকবেন না।” পরে তিনি জানান, রাজ্য স্তরে সিদ্ধান্ত হয়েছে, কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে সব মন্ত্রীকেই খোঁজ নিতে হবে, সেখানে কারা থাকবেন।
|
বর্ষাতি পেঁয়াজের চাষ রাজ্যেই |
উৎপাদনে স্বনির্ভর হতে রাজ্যের আট জেলায় বর্ষাতি পেঁয়াজ চাষ শুরু করছে উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতর। ওই পেঁয়াজের বীজতলা তৈরি, সার, সেচ, কীটনাশক ও শ্রম খাতে বিঘা-প্রতি ১০ হাজার টাকা পর্যন্ত বিশেষ অনুদান দেওয়া হবে চাষিদের। দফতরের মন্ত্রী সুব্রত সাহা জানান, রাজ্যে পেঁয়াজের বার্ষিক চাহিদা তিন লক্ষ ৩৩ হাজার মেট্রিক টনের কিছু বেশি। উৎপাদন হয় তার থেকে প্রায় ৩০ হাজার মেট্রিক টন কম। ঘাটতি মেটাতে মহারাষ্ট্র, কর্নাটক থেকে পেঁয়াজ আনাতে হয়। তাতে খরচ পড়ে বেশি। এক শ্রেণির ব্যবসায়ী খুশিমতো দাম বাড়িয়ে দিয়ে পেঁয়াজের কৃত্রিম সঙ্কট তৈরি করে। তাই পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হতে বলেছেন মুখ্যমন্ত্রী। বর্ষায় চাষের জন্য ‘এগ্রিফাউন্ড ডার্ক রেড’ জাতের পেঁয়াজের বীজ আনা হচ্ছে নাসিকের ন্যাশনাল হর্টিকালচারাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে। পরে রাজ্যেই বীজ তৈরির পরিকল্পনা আছে। মন্ত্রী জানান, প্রথম ধাপে বর্ষাতি পেঁয়াজের চাষ হবে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায়।
|
বেসু-র এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বর্ধমানের অন্ডালে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের একটি প্রশিক্ষণ কেন্দ্রের আধিকারিককে গ্রেফতার করল পুলিশ। বুধবার বেসু থেকে এক দল পড়ুয়া কাজোড়া এলাকার জামবাদে গিয়েছিলেন ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য। বৃহস্পতিবার এক ছাত্রী ওই প্রশিক্ষণ কেন্দ্রের সহায়ক প্রশিক্ষক অধিকর্তা সুভাষচন্দ্র শাহের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেন। শুক্রবার সন্ধ্যায় তাঁকে ধরা হয়। |