বিদায়বেলায় বলে গেলেন দ্রাবিড়
‘ক্রিকেটে বিশ্বাস ফেরাতে হলে সবার আগে সত্যিটা জানা দরকার’
বাইশ গজের ক্রিকেটীয় যুদ্ধে তিনি হেরে যেতে পারেন। কিন্তু ফিরছেন বাইশ গজে ক্রিকেটকে জিতিয়ে! ফিরছেন, অবিশ্বাস্য টিম স্পিরিট সঙ্গে নিয়ে।
রাত সওয়া একটায় ইডেনে শেষ বারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল শরদ দ্রাবিড়ের তাই তো মনে হল!
কপাল থেকে দরদরিয়ে ঘাম পড়ছে। ‘দ্য ওয়াল’ পরিশ্রান্ত কিন্তু বিধ্বস্ত নন মোটেই। “হতাশ তো আমি নিশ্চয়ই। ম্যাচটা যে কোনও দিকে আজ যেতে পারত। কিন্তু আমরা যে যুদ্ধটা করেছি, তার জন্য গর্ববোধ হচ্ছে। আমার টিমের ছেলেদের জন্য গর্ব হচ্ছে। আর আমি নিজেও গর্বিত এমন একটা টিমকে নেতৃত্ব দিতে পেরে,” ইডেনের ক্লাবহাউসের তিন তলায় বসে বলছিলেন রাহুল।
গত এক সপ্তাহ ধরে যাঁর উপর দিয়ে কম ঝড়-ঝাপটা যায়নি। ক্রিকেটের আপাদমস্তক ‘জেন্টলম্যান’-এর টিমের সঙ্গেই জড়িয়ে গিয়েছে স্পট-ফিক্সিংয়ের কলঙ্ক। দ্রাবিড়ের কাছে যে ব্যাপারটা আজও কেমন অচেনা ঠেকে। “সত্যি বলতে, এ রকম ঘটনা আমার জীবনে কখনও ঘটেনি। তাই ব্যাপারটা হজম করা বা সামলানো খুব কঠিন ছিল। এক দিক থেকে পুরো ঘটনাটা তাই আমার জীবনে ইউনিকও বলা যায়। কিন্তু আমরা সেই কঠিন সময়টাকে পিছনে ফেলে উঠে দাঁড়াতে পেরেছি। আজকের ম্যাচটা যে-ই জিতুক, যে-ই হারুক, ক্রিকেট কিন্তু জিতেছে। টিম স্পিরিটটা ফিরিয়ে আনতে পেরেছিলাম টিমে। ওই টিম স্পিরিটটাই সঙ্গে করে নিয়ে যাচ্ছি,” এক নিঃশ্বাসে বলে চলেন রাহুল।
ম্যাচ শেষে। ছবি: শঙ্কর নাগ দাস
এবং বিদায়বেলায় স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে ছিন্নভিন্ন ভারতীয় ক্রিকেটকে তিনটে পরামর্শ দিয়ে গেলেন মহানায়ক।
এক) ক্রিকেট দেখা ছেড়ে দিয়ে লাভ নেই। এ রকম ঘটনার জন্য ক্রিকেটের প্রতি ভালবাসাকেও শেষ করে দেওয়ার কোনও মানে হয় না। কিন্তু সত্যিটা জানা দরকার। ওটা জানতে পারলেই ক্রিকেটে আবার লোকের বিশ্বাস ফিরবে।
দুই) ওপর-ওপর বিচার করলে চলবে না। একেবারে গভীরে ঢুকে পড়তে হবে সমস্যার। প্রথমে খুঁজতে হবে উৎস, শেষে উত্তর।
তিন) আইপিএল টুর্নামেন্টটা খুব সুন্দর। কিন্তু সেই টুর্নামেন্টকেও নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। চ্যালেঞ্জটা কাটিয়ে ওঠাই আসল, আইপিএল বন্ধ করে দেওয়াটা কোনও সমাধান নয়।
“এ ধরনের ঘটনা তো আইপিএলেই প্রথম হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে আগেও ঘটেছে,” বলে দিচ্ছেন রাহুল। সঙ্গে তাঁর সংযোজন, “তাই বলে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ করে দেওয়া হয়েছে কি? তাই আইপিএল বন্ধ করে দিলেই সব সমস্যা মিটে যাবে, ভাবাটা ঠিক নয়। মনে রাখা ভাল, ক্রিকেটটা খুবই সুন্দর খেলা। আইপিএলও। কঠিন চ্যালেঞ্জ এখন সামনে। যার সমাধানসূত্রটা খুঁজে বার করতে হবে। ক্রিকেটে বিশ্বাস ফেরাতে গেলে সবার আগে সত্যিটা জানা দরকার।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.