গত বারের ফরাসি ওপেনের রিপ্লে এ বার সেমিফাইনালেই হতে পারে। শুক্রবার রোলাঁ গারোয় সিঙ্গলস ড্রয়ের পর নাদাল এবং জকোভিচ একই অর্ধে রয়েছেন। অর্থাৎ বিশ্বের এক নম্বর জকোভিচ এবং চার নম্বর নাদালের দেখা হলে শেষ চারে হবে। এর ফলে সুবিধা হল ফেডেরারের। ১৭ গ্ল্যান্ড স্লামের মালিককে ফাইনালের আগে তাঁর দুই সেরা চ্যালেঞ্জারের কাউকে খেলতে হবে না।
এ দিকে, মহেশ ভূপতির শুক্রবার প্যারিসে তাঁর ‘ব্রেনচাইল্ড’ আন্তর্জাতিক পেশাদার টেনিস লিগ এশিয়া-র সরকারি ঘোষণার দিনই ভারতীয়দের জন্য আর একটি সুখবর সোমদেব দেব বর্মনের এক বছর পর ফরাসি ওপেন সিঙ্গলসের মূলপর্বে ওঠা। এই নিয়ে তৃতীয় বার। তবে এ বার মূল পর্বে প্রথম ম্যাচে স্প্যানিশ কোয়ালিফায়ার ড্যানিয়েল নাভা-কে হারালে সোমদেব এই প্রথম রোলাঁ গারোয় দ্বিতীয় রাউন্ডের মুখ দেখবেন। এবং সেখানে তাঁর মেগাপ্রতিদ্বন্দ্বী ফেডেরার! এ দিন কোয়ালিফাইংয়ের তৃতীয় তথা শেষ রাউন্ডে সোমদেব ৬-৩, ৬-৪ হারান আমেরিকার অষ্টম বাছাই ড্যানিয়েল ওডেসনিক-কে। |
নাদাল-শারাপোভা। ফরাসি ওপেনের ড্র-এ। ছবি: এএফপি |
কেরিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করতে এক মাত্র ফরাসি ওপেন জয়ের লক্ষ্যে থাকা জকোভিচ এ বার অভিযান শুরু করবেন বেলজিয়ামের ডেভিড গফিনের বিরুদ্ধে। ফেডেরার প্রথম রাউন্ডে কোয়ালিফায়ারের বিরুদ্ধে লড়াই শুরু করবেন। নাদালের প্রথম রাউন্ডের প্রতিদ্বন্দ্বী জার্মানির ড্যানিয়েল ব্র্যান্ডস।
মেয়েদের শীষর্বাছাই সেরেনা উইলিয়ামস প্রথম রাউন্ডে বেলারুশের আনা তাতিশিভিলির বিরুদ্ধে নামবেন। দ্বিতীয় বাছাই এবং গত বারের চ্যাম্পিয়ন শারাপোভার সামনে তাইওয়ানের হেইশ সু উই। আর তৃতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কার প্রথম রাউন্ডে লড়াই রাশিয়ার এলেনা ভেসনিনার বিরুদ্ধে। শারাপোভা বনাম আজারেঙ্কা সম্ভাব্য সেমিফাইনাল লড়াই। আর ৩১ বছর বয়সি সেরেনাকে রোলাঁ গারোয় অভিযান শুরু আগে এমন ভয়ঙ্কর ফর্মে কখনও দেখা যায়নি। তবে ২০০২-এ খেতাব জয়ের পর মাত্র এক বারই রোলাঁ গারোয় সেমিফাইনালে উঠতে পেরেছেন সেরেনা। |