ম্যাচ ফিক্সিং রুখতে কড়া আইন আনতে চায় কেন্দ্র। সংসদের বাদল অধিবেশনেই এই বিষয়ে একটি বিল পেশ করা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এ দিনই বেটিং আইনসিদ্ধ করার পক্ষে সওয়াল করেছে বণিকসভা ফিকি। আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারির জেরে এই বিষয়টি নিয়ে দ্রুত এগোতে চাইছে আইন মন্ত্রক। আজ প্রস্তাবিত বিল নিয়ে আইনমন্ত্রী কপিল সিব্বলের সঙ্গে কথা বলেন রাজ্যসভার বিরোধী নেতা ও বিসিসিআই কর্তা অরুণ জেটলি। ওই বৈঠকে হাজির ছিলেন আইপিএল কমিশনার রাজীব শুক্লও। এখন সরাসরি ফিক্সিংয়ের অভিযোগে কাউকে গ্রেফতার করার আইন নেই। এই ক্ষেত্রে প্রতারণা, কালো টাকার লেনদেনের মতো অভিযোগ আনতে হয় পুলিশকে। তাই সরাসরি ফিক্সিং-বিরোধী নতুন আইন আনতে চায় কেন্দ্র। সাম্প্রতিক কেলেঙ্কারির জেরে বেটিংকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বণিকসভা ফিকি। ফিকি-র বক্তব্য, বেটিংকে আইনি স্বীকৃতি দেওয়া উচিত। তাতে বিষয়টি নিয়ন্ত্রণও করা যাবে। আবার বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার উপরে করও আসবে।
|
প্রথম বার অসুস্থ হয়ে বেস ক্যাম্পে ফিরে আসার পর, দ্বিতীয়বারের চেষ্টায় এভারেস্ট জয় করলেন গুয়াহাটির মণীশ ডেকা। আজ সকাল সাড়ে ৫টা নাগাদ মণীশবাবু শৃঙ্গে পা রাখেন। এর আগে, ১৮ মে অসমের তরুণ শইকিয়া রাজ্যের প্রথম প্রতিনিধি হিসেবে এভারেস্টে উঠে অসমের প্রতীক, ফুলাম গামোসা উড়িয়েছিলেন। এ দিন দ্বিতীয় ফুলাম গামোসাটি এভারেস্টের চূড়ায় ওড়ালেন মণীশ। |