শেখপাড়ার মোড়
বিপজ্জনক পারাপার
নেই ফুট ওভারব্রিজ। নেই সিগন্যাল। নেই ট্রাফিক পুলিশও। রাস্তা পার হতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। এই ছবি হাওড়া শেখপাড়ায় কোনা এক্সপ্রেসওয়ের।
সাঁতরাগাছি রেল স্টেশন পেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে বিদ্যাসাগর সেতুর পথে বাঁকসাড়া, ব্যাতড়, বেলেপোল, ক্যারিরোড পেরিয়ে শেখপাড়া। প্রথম চারটি জায়গার একটি থেকে আর একটি হাঁটাপথে কয়েক মিনিট।
প্রতিটি জায়গায় সিগন্যাল রয়েছে। অথচ ক্যারি রোডের মোড় থেকে বিদ্যাসাগর সেতুর টোল প্লাজা পর্যন্ত দু’কিলোমিটারের বেশি রাস্তায় কোনও সিগন্যাল নেই। স্থানীয় বাসিন্দারা জানান, হাত দেখিয়ে ঝুঁকি নেয় কোনওমতে পার হতে হয়। বিকল্প বলতে ক্যারি রোডের মোড়। কিন্তু বাইলেন না থাকায় রাস্তা দিয়েই যেতে হয়। ফলে ঝুঁকি থেকেই যায়।
সমস্যায় পড়ে পড়ুয়ারাও। স্থানীয় পদ্মপুকুর রামকৃষ্ণ বিদ্যামন্দিরের পরিচালন সমিতির সম্পাদক শাম্তিপদ চৌধুরী বলেন, “পড়ুয়াদের ঝুঁকি নিয়ে রাস্তা পার করতে হয় বলে অভিভাবকেরা এখানে পড়াতে চাইছেন না। পুলিশ, জেলাশাসক ও স্থানীয় আঞ্চলিক পরিবহন দফতরে এ বিষয়ে চিঠি দিয়ে জানানো হয়েছিল। সদুত্তর পাওয়া যায়নি।”
স্থানীয় বাসিন্দা সালেয়া বেগম বলেন, “রোজ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পেরোতে হয়। তাই বাধ্য হয়েই অন্য কোনও স্কুলে মেয়েকে নিয়ে যেতে চাই।” হাওড়ার পুলিশ কমিশনার অজেয় রানাডে বলেন, “আমার কাছে কেউ এই ধরনের কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।”

ছবি: দীপঙ্কর মজুমদার




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.