ক’বছর আগেও এ দেশে আউডি-র মতো বিলাসবহুল গাড়ি দেখা যেত শুধুমাত্র নামী ব্যবসায়ী বা শিল্পদ্যোগীদের গ্যারাজে। তার চাবি পকেটে রাখার বিলাসিতা দেখানো সম্ভব ছিল না এমনকী উচ্চবিত্ত চাকুরিজীবীদেরও। কিন্তু এখন সেই ছবি বদলাচ্ছে। আউডির স্টিয়ারিংয়ে বসতে চাইছেন মোটা মাস মাইনে পাওয়া পেশাদারেরা। এমনকী ভবিষ্যতে এই গাড়ি কেনার স্বপ্ন মজছেন সেরা প্রতিষ্ঠানে (আইআইএম-আইআইটি) প্রযুক্তি বা ম্যানেজমেন্টের পাঠ নেওয়া পড়ুয়ারাও। আর এই হাওয়া বদলকে বাজি করেই ভারতে বাজার বাড়ানোর ছক কষছে জার্মান বহুজাতিকটির ভারতীয় শাখা আউডি ইন্ডিয়া। |
চাকুরিজীবী ক্রেতা টানতে ঋণে গাড়ি কেনা-সহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে আউডি। সংস্থার আশা, নতুন মডেল আনার সঙ্গে এই পথে হেঁটে আগামী কয়েক বছরে ক্রেতার সংখ্যা প্রায় দ্বিগুণ করবে তারা। তাদের হিসেব অনুযায়ী, এখন তাদের বেতনভুক ক্রেতা ৫-১০%। শুক্রবার ভুবনেশ্বরে শো-রুমের উদ্বোধনে এসে সংস্থার ডিরেক্টর মাইকেল পার্শকে জানান, এই তালিকায় আছেন বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্তা ও মোটা মাইনের পেশাদারেরা। তাঁর আশা, আগামী ৫ বছরে ২০ শতাংশে পৌঁছবে ওই হার। যা সত্যি করতে ঋণের সুবিধার সঙ্গে নানা ধরনের আর্থিক পরিষেবা দিচ্ছে সংস্থাটি।
পার্শকে বলেন, বেতনভুক ও যুব সম্প্রদায়কে টানতে সংস্থার বাজি কিউ-৩। আগামী বছর আসবে নতুন সেডান গাড়ি এ-৩। বছর সাতেক আগে এ দেশে ব্যবসার শুরুর পর, এখন বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জকে পেছনে ফেলে দামি গাড়ির বাজারে তারাই শীর্ষে উঠে এসেছে বলে আউডির দাবি।
|