টুকরো খবর
দুই নেতার বিবাদ, অশান্তি
এক তৃণমূল নেতার অনুগামীকে মারধর করার অভিযোগ উঠল আর এক তৃণমূল নেতার অনুগামীর বিরুদ্ধে। শুক্রবার সকালে মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের পাকুরমুড়ি গ্রামের ঘটনা। অভিযোগ, গ্রামেরই রবীন্দ্রনাথ ঘোষ ও আশিস মণ্ডল নামে দুই নেতার রেষারেষির জেরে ঘটনাটি ঘটে। রবীন্দ্রবাবুর অনুগামী আহত ভীম বসুকে আশিসবাবুর অনুগামী হৃদয় ঘোষ মারধর করেন বলেও অভিযোগ। তাঁকে প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রের খবর, বছর দু’য়েক ঘরছাড়া থাকার পরে আশিসবাবু মঙ্গলবারই বাড়ি ফেরেন। তার পরেই এলাকা অশান্ত হয় বলে অভিযোগ। রবীন্দ্রনাথবাবুর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে হুমকি দেয় আশিসবাবুর লোকেরা। তিনি বাড়ি ফেরার পরে বোমাবাজিও হয় বলে অভিযোগ। ব্লক তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলীয় স্তরে ঘটনাটি নিয়ে আলোচনা চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

কৃষি নিয়ে শিবির
ব্লক কৃষি দফতরের উদ্যোগে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ-সহ নানা বিষয়ে কৃষকদের একটি প্রশিক্ষণ শিবির হয়ে গেল কালনার ভৈরবনালা সমবায় সমিতিতে। হাজির ছিলেন প্রায় শ’খানের চাষি। শুক্রবারের এই আলোচনাসভায় কৃষি বিশেষজ্ঞরা জানান, চাষের জন্য কোনটা বন্ধু পোকা আর কোনটা শত্রু পোকা। শত্রু পোকা মারার বিভিন্ন পদ্ধতি নিয়েও পরামর্শ দেওয়া হয়। মহকুমা সহ-কৃষি অধিকর্তা নিলয় কর জানান, কীটনাশক ব্যবহার করলে দু’ধরণের পোকাই মরে যায়। তাই সতর্ক থাকতে হবে চাষিকে। তাঁর পরামর্শ ফেরোমনটপ পদ্ধতি অনুসরণ করলে ভাল ফল মিলবে। আরেক কৃষি বিশেষজ্ঞ পার্থ ঘোষ ফসলের পরিচর্যা, বীজ শোধন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

বচসা থেকে গুলি মঙ্গলকোটে
সেচখালের পাড়ে গুলিবিদ্ধ হলেন বীরভূমের নানুরের এক বাসিন্দা। শুক্রবার বিকেলে মঙ্গলকোটের মাজিগ্রামের কাছে একটি সেচখালের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জখম জামাল শেখকে প্রথমে সিঙ্গত গ্রামীণ হাসপাতাল, পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এ দিন ওই সেচখালের পাশে দু’টি মোটরবাইকে চড়ে আসা চার জনের মধ্যে কোনও বেআইনি লেনদেন হচ্ছিল। সে সময়ে নিজেদের মধ্যে প্রথমে বচসা, তা থেকে হাতাহাতি বেধে গেলে দু’পক্ষই গুলি চালায়। নানুরের বাসপাড়া লাগোয়া ব্রাহ্মণডাঙার বাসিন্দা জামালের কাঁধে গুলি লাগে। অন্য তিন জনেরও বাড়ি বীরভূমের নানা এলাকায়। এক জন পালিয়ে গেলেও বাকি দু’জনকে পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, কী ধরনের গোলমাল হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে।

দখল উচ্ছেদের দাবি
গোরস্থানের আশপাশে দখলদারদের উচ্ছেদ করতে শুক্রবার স্মারকলিপি দিল কালনা আঞ্জুমান কমিটি। কমিটির সদস্যদের অভিযোগ, গোরস্থানের আশপাশের জমি দীর্ঘদিন দখল হয়ে রয়েছে। কমিটির উদ্যোগে ১০ মে জবারিপাড়া, ডাঙাপাড়া, বালিরবাজার, মধুবন এলাকার বাসিন্দাদের নিয়ে বৈঠককরে বিষয়টির প্রতিবাদ করা হয়। পুরপ্রধান বিশ্বজিত্‌ কুণ্ডু বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

ল-ক্লার্কদের প্রতিবাদ সভা
জেলা সভাপতিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, এই অভিযোগ তুলে কালনা মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন মহকুমা ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যেরা। শুক্রবার এ নিয়ে মিছিলও করেন তাঁরা। কালনা শাখার সভাপতি সনৎ প্রামাণিকের অভিযোগ, সম্প্রতি জেলা পরিবহণ দফতরে কাজে গেলে হেনস্থা করে মিথ্যা মামলায় ফাঁসানো হয় জেলা সভাপতি অমলেশ চৌধুরীকে। তারই প্রতিবাদে এ দিনের সভা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.