দুষ্কৃতী সন্দেহে উত্তেজিত বাসিন্দাদের গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ডালখোলায়। বৃহস্পতিবার ফরসরায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম কার্তিক চক্রবর্তী (৪৫)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দিতে। তাঁর নামে এলাকার একটি বাড়িতে ঢুকে এক মহিলার সঙ্গে অশালীল আচরণ ছাড়া মহিলার হার ছিনতাই করার অভিযোগ ছিল। পুলিশ জানাচ্ছে, পালানোর সময় এলাকার লোক তাকে ধরে ফেলেন। তার পরে শুরু হয় মারধর। পুলিশ কার্তিককে উদ্ধার করে ডালখোলা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায়। সেখানে তাঁর মৃত্যু হয়। উত্তর দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচা বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গণপিটুনিরও একটি মামলা রুজু করা হয়েছে।” পেশায় শ্রমিক সুরেশ পাশওয়ানের বাড়িতে ফ্যান না থাকায় রাতে তিনি দরজা খুলেই ঘুমান। ভোর রাতে স্ত্রী বুচিয়াদেবী ঘরে কেউ ঢুকেছে বলে টের পান। বুচিয়াদেবীর নালিশ, “বিষয়টি টের পেয়ে উঠতেই ওই ব্যক্তি শাড়ি ধরে টানাটানি করেন। তার পরে হার নিয়ে পালান।” মহিলা চিৎকার করে ওঠেন। পাশেই একটি বিয়ে বাড়ি থাকায় সেখানকার লোক ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মৃত ব্যক্তিকে কয়েক দিন ধরে এলাকাতে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। ডালখোলা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসারি বেগম বলেন, “খবর পেয়ে এলাকায় যাই। পুলিশ তদন্ত করছে। বিষয়টি তাতে স্পষ্ট হয়ে যাবে।” |
বোমা বানাতে গিয়ে ফেটে একজনের মৃত্যু হয়েছে। জখম তিন জন। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ কালিয়াচক থানার ১৮ মাইলে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম বাদশা শেখ (৩০)। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় জানান, এলাকার এক বাসিন্দা বাচ্চু শেখের বাড়িতে বোমা বানানো হচ্ছিল বলে অভিযোগ। তা ফেটে একজন মারা গিয়েছেন ও কয়েকজন জখম হয়েছেন। এলাকায় পুলিশ গিয়েছে। |