|
|
|
|
সিপিএম গুরুত্ব দিচ্ছে আদিবাসী সংগঠনে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আদিবাসীদের নিয়ে এ বার ব্লক স্তরেও সংগঠন গড়তে উদ্যোগী হল সিপিএম। ‘পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চে’র নামে তৈরি হবে ওই সংগঠন, যা সিপিএমেরই অন্য গণ সংগঠনের ন্যায় কাজ করবে। মঞ্চের রাজ্য সম্পাদক হয়েছেন ঝাড়গ্রামের সিপিএম সাংসদ পুলিনবিহারী বাস্কে। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের কৃষক ভবনে এক সাংবাদিক বৈঠকে পুলিনবাবু বলেন, “বর্তমানে আদিবাসীদের উপর নির্মম অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। নানা ভাবে তাঁদের বঞ্চিত করা হচ্ছে। তারই প্রতিবাদ করতে জেলা ও ব্লক স্তরেও মঞ্চ তৈরি করা হবে।” প্রথম ধাপে জেলা ও ব্লক স্তরে এই মঞ্চ থাকবে ঠিকই পরবর্তীকালে তা গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্তও নিয়ে যাওয়া হবে।
পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পুলিনবাবু জানান, অধিকাংশ জেলাতেই কমিটি তৈরি হয়েছে। ব্লকগুলিতেও দ্রুত মঞ্চ তৈরির কাজ চলছে। ৫ মে থেকে এই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছিল। ৩০ জুনের মধ্যে তা শেষ করার কথা। ৯ অগস্ট আদিবাসী দিবসে মঞ্চের পক্ষ থেকে সর্বত্রই সভা করা হবে।
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর হঠাত্ কেন মনে হল আদিবাসীদের এক ছাতার তলায় আনা জরুরি? পুলিনবাবুর ব্যাখ্যা, “দেশ জুড়েই এখন আদিবাসীদের উপর অত্যাচার চলছে। আদিবাসীদের বনাঞ্চলের অধিকার, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এ সবের প্রতিবাদ করতেই এই মঞ্চ।” তবে সিপিএমের এই উদ্যোগকে কটাক্ষ করছে তৃণমূল। দলের পশ্চিম মেদিনীপুর জেলার চেয়ারম্যান মৃগেন মাইতি। তাঁর কথায়, “আদিবাসীদের জন্য যদি কেউ ভেবে থাকেন তিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমও সেটা বুঝেছে। ফলে আদিবাসীদের আর ভুল বুঝিয়ে কাছে টানতে পারবে না। তাই মঞ্চের আড়ালে চক্রান্তের চেষ্টা।” |
|
|
|
|
|