|
|
|
|
টুকরো খবর |
টাকা ফেরতে গরিবদের অগ্রাধিকার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সারদা-কাণ্ডে রাজ্য সরকার নিযুক্ত শ্যামল সেন কমিশনের কাছে জমা পড়েছে প্রায় ৪ লক্ষ আবেদনপত্র। সেগুলি খতিয়ে দেখে রাজ্য সরকার একটি তথ্যব্যাঙ্ক তৈরি করছে, যার ভিত্তিতে আবেদনকারীদের টাকা ফেরত দেওয়া শুরু হবে বলে বৃহস্পতিবার ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টাকা ফেরত দেওয়ার ব্যাপারে গরিব মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এ দিন মহাকরণে বলেন, “ইতিমধ্যেই কমিশনের কাছে প্রায় চার লক্ষ অভিযোগ জমা পড়েছে। মূলত সারদা সংস্থার জন্য কমিশন গঠন করা হলেও, অন্য কিছু অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধেও অভিযোগ জমা পড়েছে। সব অভিযোগ খতিয়ে দেখা হবে। সেগুলি নিয়ে তৈরি করা হবে একটি তথ্যব্যাঙ্ক।” সারদা-কাণ্ডে ক্ষতিপূরণ দিতে ইতিমধ্যেই ৫০০ কোটি টাকার একটি তহবিল তৈরি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, তথ্যব্যাঙ্ক তৈরি হলেই টাকা ফেরতের কাজ শুরু হবে। এ ক্ষেত্রে সারদার সম্পত্তি বিক্রি করা হবে কি না, খতিয়ে দেখা হবে বলে জানান মমতা। তিনি বলেন, “অর্থলগ্নি সংস্থা নিয়ে সরকার আইন পাশ করেছে। কেন্দ্রীয় সরকার যাতে তাড়াতাড়ি তাতে সম্মতি দিয়ে দেয় তার জন্য আমাদের অর্থমন্ত্রী এবং মুখ্যসচিব সব সময়েই যোগাযোগ রাখছেন।” সারদা-কাণ্ডের জেরে রাজ্য সরকার নিজস্ব একটি সামাজিক সুরক্ষা প্রকল্প তৈরির ব্যাপারে চিন্তাভাবনা করছে। মুখ্যমন্ত্রীই ওই প্রকল্পের ঘোষণা করেছিলেন।
|
মাধ্যমিকের ফল ২৭শে, ওয়েবসাইটে নম্বরও |
এ বারের মাধ্যমিক পরীক্ষার ফল ২৭ মে, সোমবার প্রকাশিত হবে। ওই দিন সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশের পরে ১০টায় মার্কশিট ও শংসাপত্র বিতরণ শুরু হবে। মধ্যশিক্ষা পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে তা সংগ্রহ করতে হবে প্রধান শিক্ষকদের। ওয়েবসাইট এবং এসএমএসে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন বেলা ১১টা থেকে। এ বছরের মাধ্যমিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৩৬ হাজার। মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার জানান, এ বার ওয়েবসাইট এবং এসএমএসে গ্রেডের সঙ্গে সঙ্গে বিষয়-ভিত্তিক নম্বরও দেখানো হবে। প্রকাশিত হবে প্রথম ২০ জনের মেধা-তালিকা। যে-সব ওয়েবসাইটে ফল জানা যাবে, সেগুলি হল: www.wbbse.org,
http://wbresults.nic.in
http://results.banglarmukh.gov.in
www.calcuttatelephones.com
www.exametc.com
www.manabadi.com
www.indiaresults.com
www.schools9.com
www.examresults.net
www.bharatstudent.com
www.vidyavision.com
www.myresultplus.com
www.resultout.com
examresults.india.com
results.sify.com
এর মধ্যে www.exametc.com-এ রোল ও মোবাইল নম্বর আগাম নথিভুক্ত করে রাখলে ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থী তা জানতে পারবে বলে কল্যাণময়বাবু জানান। এসএমএস মারফত ফল জানতে WB10-এর পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৪২৪২, ৫৬৭৬৭৯৯৯, ৫৬২৬৩, ৫২০৭০, ৫৮৮৮৮, ৫৬৭৬৭৫০, ৫৬৫০৫ (বিএসএনএল), ৫৬৭৩০ (ভোডাফোন) নম্বরে।
|
বিশ্ববিদ্যালয়ে বিশেষ হেল্পলাইন |
পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে ফলপ্রকাশের সময় বিশ্ববিদ্যালয়গুলিকে বিশেষ হেল্পলাইন খোলার কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার ব্রাত্যবাবু বলেন, “ফল বেরোতে দেরি হওয়া, পুনর্মূল্যায়নের ফল সময়মতো না-বেরোনো ইত্যাদি অভিযোগ লেগেই থাকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকে কেন্দ্র করে। সেই সব সমস্যা যাতে না-হয়, পরীক্ষা নিয়ামকদের তা দেখতে বলেছি।” ফলপ্রকাশের সময় হেল্পলাইন চালু করে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়া, অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন মন্ত্রী। |
|
|
|
|
|