নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গত ১৪ মে সিইএসসি আদালতে অভিযোগ করে জানায়, ১৩ মে গার্ডেনের ভিতরের তিনটি ফিডার কেব্লের দু’টি খারাপ। কিন্তু কর্তৃপক্ষ ভিতরে ঢুকতে না দেওয়ায় সারানো যায়নি। সিইএসসি আদালতকে জানায়, ফিডার দু’টি অবিলম্বে না সারালে হাওড়া শহর জুড়ে মারাত্মক বিদ্যুত্ বিপর্যয় হতে পারে। এই অভিযোগ শুনেই হাইকোর্টের বিচারপতি তপনকুমার দত্ত ও বিচারপতি অসীম রায়ের ভ্যাকেশনাল বেঞ্চ এই রায় দেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, হাওড়ার দিকে বিদ্যুত্ সরবরাহের জন্য সিইএসসির বজবজ ও সাদার্ন জেনারেটিং স্টেশন থেকে গঙ্গার নীচ দিয়ে কেব্ল এসে গার্ডেনের নীচ দিয়ে গিয়েছে হাওড়া শহরে। এর আগে ২০১০-১১ সালেও ওই কেব্ল খারাপ হয়ে গিয়েছিল। তখনও বটানিক্যাল কর্তৃপক্ষ সারাতে না দেওয়ায় আদালতের কাছে সিইএসসি অভিযোগ জানিয়েছিল। ওই সময় হাইকোর্ট একটি কমিটি তৈরি করে নির্দেশ দিয়েছিল, গার্ডেনের ভিতরে কেব্ল খারাপ হলে তা কমিটির সঙ্গে আলোচনা করে সারাতে পারবে সিইএসসি। ওই কমিটির সদস্য পরিবেশকর্মী সুভাষ দত্ত এ দিন জানান, তিনি কমিটির সদস্য হিসেবে আদালতকে জানিয়েছেন, কেব্লের কাজ করার সময়ে গাছের শিকড়ের যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে সিইএসসিকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। আদালত সিইএসিকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। |