চায়ের দোকানে ট্রাক ঢুকে মৃত ২, জখম ৫ |
নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ট্রাক। মৃত্যু হল এক মহিলা-সহ দু’জনের। একটি শিশু-সহ জখম হয়েছে ৫ জন। তিন জনের আঘাত গুরুতর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির পার ডানকুনিতে দিল্লি রোডে। পুলিশ জানায়, মৃতদের নাম কৌশল্যা ভারতী (২৮) এবং লালচাঁদ যাদব (৫৫)। তাঁরা ডানকুনিরই বাসিন্দা। আদি বাড়ি বিহারে। কৌশল্যাদেবীর আড়াই বছরের মেয়ে পূজার শরীর গরম চা পড়ে অথবা উনুনের আঁচে অনেকটা পুড়ে যায়। আহতদের সকলকেই হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ বর্ধমানগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই চায়ের দোকানে ঢুকে পড়ে। দোকানে সে সময়ে বেশ ভিড় ছিল। কেউ পালানোর সময় পাননি। দোকান মালিক সত্যেন্দ্রনাথ সাউ-সহ ৭ জন জখম হন। সকলকেই দ্রুত শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কৌশল্যাদেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চিকিৎসা শুরুর কিছু ক্ষণের মধ্যেই লালচাঁদও মারা যান। সত্যেন্দ্রকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। আঘাত গুরুতর থাকায় লালমোহন যাদব, ধারা খান এবং কৃষ্ণকান্ত দুবেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শিশুটির চিকিৎসা চলছে ওয়ালশ হাসপাতালেই। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়।
|
ক্রীড়া সংস্থার ভোটে জয়ী শাসক গোষ্ঠী |
নির্বাচনে জিতে শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ক্ষমতা ধরে রাখল শাসক গোষ্ঠী। গত রবিবার ওই ভোট হয়। কার্যকরী সভাপতি হয়েছেন শ্রীরামপুরের পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়। যুগ্ম সম্পাদক তরুণ মিত্র এবং ভাস্কর চট্টোপাধ্যায়। ভাস্করবাবু এর আগেও দীর্ঘদিন যুগ্ম সম্পাদক ছিলেন। এই বোর্ড ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ মরসুমের জন্য নির্বাচিত হয়েছে। বিগত বোর্ডে তরুণবাবুর সঙ্গে যুগ্ম সম্পাদক ছিলেন সৌমেন ঘোষ। সৌমেনবাবু অবশ্য এ বার বিরোধী শিবিরে ছিলেন। ক্রীড়া সংস্থা সূত্রের খবর, নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছিল। অনেক বহিরাগতও এসে ভিড় জমায়। শেষ পর্যন্ত অবশ্য কোনও অশান্তি হয়নি। ক্রীড়া সংস্থার নিয়ম অনুযায়ী, ১৪টি প্রধান ক্লাব (মেন ক্লাব) থেকে ১ জন করে প্রতিনিধি কার্যকরী সমিতিতে অন্তর্ভুক্ত হয়েছেন। বাকি ৩৩টি ক্লাব থেকে ১০ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এই ভোটে শাসক গোষ্ঠী ৩৯-৩৩ ভোটে জেতে।
|
এক বৃদ্ধকে খুনের অভিযোগে তাঁর ছেলে ও নাতিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের সলপ বটতলার কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোবর্ধন নস্কর (৮০)। এ দিন সকালে বৃদ্ধের বাড়িতে বারান্দার গ্রিলে তাঁর ঝুলন্ত দেহ দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ছেলে স্বপন নস্কর ও নাতি শিবরামের বিরুদ্ধে সম্পত্তির লোভে খুনের অভিযোগ করেন বৃদ্ধের স্ত্রী গৌরীদেবী। মৃতদেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। ধৃতদের এ দিন হাওড়া এসিজেএম আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক।
|
বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উলুবেড়িয়ার পূর্ব কালীনগরে। পুলিশ জানিয়েছে, ছাত্রের নাম পিকু বেরা। বাড়ি হুগলির ডানকুনিতে। গরমের ছুটিতে গত শুক্রবার দিদির বাড়িতে বেড়াতে এসেছিল সে। এ দিন দুই বন্ধুর সঙ্গে ভাগীরথীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। দুই বন্ধুর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলেও তাকে তখন উদ্ধার করা যায়নি। প্রায় তিন ঘণ্টা পরে তার মৃতদেহ উদ্ধার হয়। সেটি ময়না-তদন্তে পাঠায় পুলিশ।
|
বিদ্যুৎকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে জয়পুরের কলসদিঘি গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, পাঁচ দিন ধরে গ্রামে বিদ্যুৎ নেই। বারবার বিদ্যুৎ অফিসে তা জানানো হলেও তারা এ বিষয়ে কোনও পদক্ষেপ করেনি। এ দিন তিন জন বিদ্যুৎকর্মী গ্রামে এলে ট্রান্সফর্মার সারানোর দাবিতে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
|
সম্প্রতি অনুষ্ঠিত হল সদ্য প্রয়াত সমাজসেবী শঙ্কর মান্নার স্মরণসভা। অনুষ্ঠানটি হয় আমতার বড়মহরার যতীন্দ্র বিদ্যাপীঠে। তিনি ওই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। অনুষ্ঠানে ছিলেন কবি নিমাই মান্না, প্রাক্তন প্রধান শিক্ষক সন্তোষ দাস প্রমুখ। |