একটি দোকানের মালিক ও তাঁর ছেলেকে বেঁধে রেখে ডাকাতি চালাল সশস্ত্র দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে, দক্ষিণ বন্দর থানা এলাকায়। পুলিশ জানায়, খুরশিদ আলম নামে এক ব্যবসায়ী দীর্ঘ দিন ওই এলাকায় কাঠের দোকান চালান। ওই ব্যবসায়ীর অভিযোগ, ওই রাতে পাঁচ জন দুষ্কৃতী তাঁর দোকানে চড়াও হয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে ও তাঁর ছেলেকে বেঁধে রেখে দোকানে লুঠপাট চালায়। ওই রাতেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত দুষ্কৃতীদের খোঁজ মেলেনি।
|
পরীক্ষার জন্য মেট্রো-সূচি বদল |
ইউপিএসসি-র পরীক্ষা থাকায় ২৬ মে, রবিবার মেট্রোর সময়সূচি রদবদল হয়েছে। মেট্রো সূত্রের খবর, ওই দিন বেলা ২টোর পরিবর্তে সকাল ৭টা থেকে মেট্রো চলবে। সে-দিন বিকেল ৫টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট অন্তর ও রাত ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো মিলবে।
|
ভবানীপুরে পারিবারিক বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত দাদা আজিজুল মোল্লাকে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। আজ, শুক্রবার তাকে ফের আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়। সরকারি আইনজীবী শিবনাথ অধিকারী জানান, ২০০৭ সালে এসএসকেএম হাসপাতালের পিছনের ঝুপড়িতে পিন্টু মোল্লা নামে এক যুবককে কুপিয়ে খুন করে তার দাদা আজিজুল।
|
কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালে ফের কাচ ভেঙে পড়ল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ওই টার্মিনালের ১২ নম্বর গেটের কাছে। ওই গেট দিয়ে বেরিয়ে যাত্রীরা বিমানে ওঠেন। তবে এ দিনের ঘটনার সময় সেখানে কোনও যাত্রী না-থাকায় কেউ আহত হননি। কেন নিয়মিত কাচ ভেঙে পড়ছে, তার কারণ জানতে পারেননি বিমানবন্দর-কর্তৃপক্ষ। বিশেষজ্ঞেরা কারণ খুঁজছেন।
|
ডিব্রুগড়ের আকাশে পৌঁছেও কলকাতায় ফিরে আসতে হল ইন্ডিগোর একটি বিমানকে। পরে ওই উড়ানের যাত্রীদের অন্য বিমানে ডিব্রুগড় পাঠানো হয়। বিমান সংস্থা সূত্রের খবর, বিমানটি ডিব্রুগড়ের আকাশে পৌঁছনোর পরে দেখা যায়, ককপিটের কাচে চিড় ধরেছে।
|
জোকা মেট্রো প্রকল্পে মাটির খোঁড়ার মেশিন উল্টে তার ভিতরে প্রায় দু’ঘণ্টা আটকে থাকলেন চালক। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বড় মেশিনে মাটি খোঁড়ার কাজ চলছিল। রাত ৮টা নাগাদ বৃষ্টিভেজা মাটিতে চাকা বসে মেশিনটি গর্তের ভিতরে উল্টে যায়। নিজের কেবিনে আটকে পড়েন চালক রিপন বিশ্বাস। |