ঋণ দেওয়ার ব্যাপারে এ বার মেপে পা ফেলবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিশেষত বড় সংস্থার ক্ষেত্রে। যে-সব সংস্থার রেটিং কমপক্ষে ‘ট্রিপ্ল বি’ শুধু তাদেরই ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। বৃহস্পতিবার কলকাতায় স্টেট ব্যাঙ্কের ২০১২-’১৩ সালের আর্থিক ফলাফল ঘোষণা করতে গিয়ে সংস্থার চেয়ারম্য্যান প্রতীপ চৌধুরী বলেন, “শেয়ারে লগ্নির ক্ষেত্রেও বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। শুধু নিফটির আওতায় থাকা ৫০টি সংস্থার শেয়ারই কেনাবেচা করবে স্টেট ব্যাঙ্ক।”
এ দিকে, শেয়ার ও বন্ড লেনদেন করে ২০১২-’১৩ অর্থবর্ষে স্টেট ব্যাঙ্কের লাভ হয়েছে ১০৯৮ কোটি টাকা। আগের বছর তাতে লোকসান হয় ৯২০ কোটি। গোটা অর্থবর্ষে নিট মুনাফা হয়েছে ১৪,১০৫ কোটি। আগের বছরের থেকে ২০.৪৮% বেশি। তবে চতুর্থ ত্রৈমাসিকে মুনাফা কমেছে ১৯%। অনুৎপাদক সম্পদ খাতে আর্থিক সংস্থান করতে গিয়ে অনেক ব্যাঙ্কের নিট মুনাফায় টান পড়লেও স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে অবশ্য তা হয়নি।
প্রতীপবাবু উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই খাতে ২৯ হাজার কোটি টাকার সংস্থান করতে হয়েছে। আগের বছরের থেকে তা ৫ হাজার কোটি বেশি। এই অর্থবর্ষেও অনুৎপাদক সম্পদ নিয়ে সমস্যা থাকার আশঙ্কা।” ঋণের পরিমাণ আগের বারের থেকে ২০.৭০% বেড়ে হয়েছে ১০,৭৮,৫৫৭ কোটি। আমানত ১৫.২৪% বেড়ে হয়েছে ১২,০২৭৪০ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবর্ষে ব্যাঙ্ক ৪১৫% ডিভিডেন্ড দিচ্ছে শেয়ারহোল্ডারদের। |