টুকরো খবর
কাজ শুরু আন্তঃমন্ত্রক গোষ্ঠীর
অর্থমন্ত্রী পি চিদম্বরম মেনে নিয়েছেন, সারদা গোষ্ঠীর মতো অর্থলগ্নি সংস্থা ও পন্জি প্রকল্পের কাজকর্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যথেষ্ট ফাঁক-ফোকর রয়েছে। সেই গলতি কী ভাবে ঢাকা যায়, তা খুঁজতেই বৃহস্পতিবার থেকে ইউপিএ-সরকারের তৈরি আন্তঃমন্ত্রক গোষ্ঠী কাজ শুরু করল। বিভিন্ন মন্ত্রকের যুগ্মসচিবদের নিয়ে আর্থিক পরিষেবা দফতরের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। অর্থ মন্ত্রক সূত্রের খবর, প্রথম দিনের বৈঠকে মূলত গোটা পরিস্থিতির পর্যালোচনা হয়েছে। ‘কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম’ বা পন্জি প্রকল্পের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থায় ফাঁক-ফোকর বুজিয়ে কী ভাবে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো যায়, তা-ও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

ফণীশের বিরুদ্ধে মামলা করছেন নিগৃহীতা
অধস্তন মহিলা সহকর্মীর সঙ্গে সম্পর্ক লুকোনোয় আই-গেট থেকে বরখাস্ত হওয়া ফণীশ মূর্তির বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করতে চলেছেন ওই অভিযোগকারিণী আরাসেলি রয়েজ। মামলার দায়িত্বে থাকা আইম্যান-স্মিথ অ্যান্ড মার্সির অভিযোগ, সম্পর্কের জেরে সন্তানসম্ভবা রয়েজ। সিইওর আচরণের জন্য দায়বদ্ধ হওয়ায় মামলা হবে আই-গেটের বিরুদ্ধেও। অভিযোগ, গর্ভপাতে রাজি না-হওয়ায় চুপচাপ রয়েজকে সংস্থা ছাড়তে বলেছিলেন ফণীশ।

সূচক কমে ১৯ হাজারে
মার্কিন বাজারে বুধবার পতনের জেরে ভারতে বৃহস্পতিবার এক ধাক্কায় সেনসেক্স ৩৮৮ পয়েন্ট পড়ে ফিরে এল ১৯ হাজারের ঘরে। তবে এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে মন্তব্য করেন চিদম্বরম। আমেরিকা ত্রাণ প্রকল্প কাটছাঁট করার ইঙ্গিত দেওয়াতেই পড়েছে বিশ্ব বাজার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.