|
|
|
|
বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হাজারি-গোষ্ঠী |
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিশ্বভারতী সমবায় সমিতির পরিচালনমণ্ডলীর নির্বাচনে ৬৬টি পদের মধ্যে ৬৪টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন একটি গোষ্ঠীর প্রার্থীরা। নির্বাচিত বোর্ড বাকি দু’টি পদের জন্য নাম মনোনয়ন করবে। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছেন নির্বাচনের সহ-রিটার্নিং অফিসার কস্তুরী রায়চৌধুরী। আগামী ১৪ জুন জয়ী প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।
বিশ্বভারতী সমবায় সমিতির পরিচালন মণ্ডলীর নির্বাচনের জন্য আগামী ১৪ জুন দিন ধার্য হয়েছিল। ২২ মে ছিল মনোনয়নপত্র জমা, প্রত্যাহার ও যাচাইয়ের দিন। বর্তমান ক্ষমতায় থাকা বিশ্বভারতী কর্মিসভার দেবব্রত সরকার-গোষ্ঠীর কোনও সদস্যই এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি। বুধবার বিরোধী হিসেবে পরিচিত দেবব্রত হাজারি-গোষ্ঠী মোট ৬২টি আসনে মনোনয়ন দাখিল করে। সমস্ত মনোনয়নপত্র যাচাইয়ের পরে তালিকায় দেবব্রত হাজারি গোষ্ঠীর ৬২ জনের নাম ওঠে। তালিকায় বাম মনোভাবাপন্ন গোষ্ঠীরও দু’টি পদ রয়েছে। বিশ্বভারতী কর্মিসভার প্রাক্তন সম্পাদক দেবব্রত হাজারি বলেন, “মনোনয়ন পর্ব শেষে যাচাইয়ের পরে আমাদের সংগঠনের ৬২ জনের নামের তালিকা গৃহীত হওয়ার কথা জানিয়ে তালিকা প্রকাশ হয়েছে।” তাঁদের দাবি, বর্তমান ক্ষমতাসীন কর্মিসভার দেবব্রত সরকার গোষ্ঠীর কাছে কর্মীরা মুখ ফিরিয়ে নেওয়ায় তারা কোনও পদে মনোনয়ন দাখিল করতে পারেনি। অন্য দিকে, বিশ্বভারতী কর্মীসভার সভাপতি দেবব্রত সরকারের পাল্টা দাবি, “ওরা দীর্ঘদিন ধরে ওই সমবায়ে নানা দুর্নীতি করেছেন। তাই আমরা শুরু থেকেই ওই নির্বাচনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।” |
|
|
|
|
|