টুকরো খবর |
চুরির দায়ে কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
নৈশ প্রহরীকে বেঁধে রেখে এবং তাঁর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পাথর শিল্পাঞ্চলের যন্ত্রাংশ চুরির দায়ে ৬ বছরের কারাদণ্ড হল তিন দুষ্কৃতীর। রামপুরহাট আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক গুরুপদ মণ্ডল এই রায় শোনান। সাজাপ্রাপ্তরা হল—মুর্শিদাবাদের সালার থানা এলাকার ফজলুর রহমান, বর্ধমানের দুবরাজডিহির সফিকুল আলম ও বিজয়রাম এলাকার বিকাশ দাস। ২০১০ সালের ১৩ ডিসেম্বর নলহাটির চন্দনপুরে একটি পাথরভাঙা কারখানায় তিন দুষ্কৃতী হানা দিয়েছিল। নৈশ প্রহরী ও আর এক কর্মীকে বেঁধে রেখেছিল তারা।
|
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মহম্মদজবাজার |
বাজপড়ে মৃত্যু হল এক কৃষকের। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে মহম্মদবাজারের হেরুকা গ্রামে। এ দিন মহম্মদ মেকিবুদ্দিন (৪৮) নামে ওই ব্যক্তি গ্রামের বাইরের জমিতে ধান কাটছিলেন। সেই সময় বাজ্রপাতে তাঁর মৃত্যু হয়। আওয়াজে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান তাঁর এক আত্মীয়।
|
লাইসেন্সের দাবি
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বেআইনি মোটরচালিত ভ্যান চালকদের সরকারি লাইসেন্স প্রদান-সহ সাত দফা দাবিতে বোলপুরের মহকুমাশাসককে স্মারকলিপি দিল সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়ন। মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “স্মারকলিপি পেয়েছি। তাঁদের দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
দুবরাজপুরের গোহালিয়াড়া গ্রামে নিজের বাড়ির কুয়োর মধ্যে থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। মৃতের নাম মহাপ্রসাদ পৈতণ্ডী (৪৮)। |
|