নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কারখানায় কাজ করার সময় পড়ে গিয়ে জখম হলেন তিন কর্মী। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের জয় বালাজি ইস্পাত কারখানার ৪ নম্বর ইউনিটে ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই কর্মীদের কোমরে সেফটি বেল্ট ও মাথায় হেলমেট না থাকায় পড়ে গিয়ে চোট পেয়েছেন তাঁরা। কারখানা কর্তৃপক্ষ অবশ্য জানান, অসাবধানতা থেকে এই দুর্ঘটনা ঘটেছে।
কারখানা সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা নাগাদ কারখানার ভেতরে বেশ উঁচুতে থাকা এক যন্ত্রে কাজ করছিলেন রাজা কুণ্ডু, নরোত্তম কুণ্ডু এবং মহম্মদ সাজিদ নামে তিন কর্মী। আচমকা প্রায় ২০ ফুট উপর থেকে তাঁরা নীচে পড়ে যান। আহতও হন। কারখানা কর্তৃপক্ষ প্রথমে কারখানার মেডিক্যাল ইউনিটে তাঁদের চিকিৎসা করান। পরে তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চোট তেমন গুরুতর নয়।
কর্মরত অবস্থায় কর্মী জখম হওয়ায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাবিধি না মানার অভিযোগ তুলেছেন শ্রমিক কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, সেফটি বেল্ট, হেলমেট, উপযুক্ত জুতো ইত্যাদি না পড়েই কাজ করতে হয় শ্রমিক কর্মীদের। ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। তাঁদের দাবি, সঠিক নিরাপত্তা বিধি মানা হলে বিপদের ঝুঁকি অনেকটাই কমে। কিন্তু তা না হওয়াতেই এ দিন ওই তিন কর্মী জখম হন। কারখানা কর্তৃপক্ষ অবশ্য নিরাপত্তা বিধির গাফিলতির অভিযোগ মানতে চাননি। কারখানার এক আধিকারিক জানান, কাজ শেষে নীচে নামার সময়ে কর্মীরা সেফটি বেল্টের হুক খুলে নেন। ফলে মুহূর্তের অসাবধানতায় দুর্ঘটনা ঘটে যায়।
কারখানার ভাইস প্রেসিডেন্ট নিরঞ্জন গৌরী সরাইয়া বলেন, “নিরাপত্তা বিধির সঙ্গে কোনও রকম আপস করা হয় না। তবু দুর্ঘটনা ঘটে। তিন জন কর্মীকেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। কারখানার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।” |