টুকরো খবর
পৃথক ঘটনায় মৃত তিন জন
তিনটি পৃথক ঘটনায় অস্বাভাবিক মৃত্যু হল তিন জনের। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মন্তেশ্বরের সিংহালিতে পুত্রবধূর সঙ্গে বচসার জেরে বিষ খেয়ে আত্মঘাতী হন শাশুড়ি। নাম ভাদুরানি ঘোষ (৪৮)। তাঁকে প্রথমে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে পরে বর্ধমান মেডিক্যাল কলেজে আনা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জামালপুরের মশাগ্রামেও অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক খেতমজুরের। তার নাম গণেশ মাল (৩৫)। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে খণ্ডঘোষের চাগ্রামে পিকনিক করতে গিয়েছিলেন হারু রায় (৪৫)। কিন্তু খাবার কম পড়ে যাওয়ায় তিনি খেতে পাননি। বাড়ি ফিরে স্ত্রীর কাছে খাবার চাইলে স্ত্রী জানিয়ে দেন, তাঁর জন্য রাতে রান্না করা হয়নি। এই ক্ষোভেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হন হারু। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। এ দিনই সাপের ছোবলে মারা গিয়েছেন এক খেতমজুর। পুলিশ জানিয়েছে, তাঁর নাম হোরো বাগদী (৪২)। বাড়ি বুদবুদের সন্ধিপুরে। বুধবার সকালে খেতে কাজ করার সময় তাঁকে বিষাক্ত সাপে ছোবল মারে। রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

জালিয়াতির অভিযোগে ধৃত
ডাকঘর থেকে জালিয়াতি করে ১০০ দিনের প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মঙ্গলকোট থানার পুলিশ। ধৃতের নাম বৃন্দাবন মণ্ডল। বুধবার রাতে গোপালপুর থেকে তাকে ধরা হয়। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। মঙ্গলকোটের বিডিও সুশান্তকুমার মণ্ডল পাঁচ জনের নামে এফআইআর দায়ের করেছিলেন। তবে বাকিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে বৃন্দাবনবাবুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় প্রাথমিক স্কুলের সামনে গাছে বেঁধে রাখে গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এরপরে মঙ্গলকোটের বিডিও বৃন্দাবনবাবু ছাড়াও বসন্ত মাঝি, নকুল মাঝি, কানু মাঝি ও সুকুমার মাঝির নামে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ওই পাঁচ জন মিলে সুপারভাইজারদের সামনে ডাকঘর থেকে ২০০ জন শ্রমিকের সই জাল করে টাকা তুলে নিয়েছে। পুলিশের দাবি, জেরায় বৃন্দাবনবাবু জালিয়াতি করে টাকা তোলার কথা স্বীকারও করেছেন। তিনি জেরায় জানিয়েছেন, ২ লক্ষ ৬৩ হাজার ৫৬৮ টাকা তাদেঁর কাছে আছে। কিছুদিন হাতে পেলে ওই টাকা ফেরত দিয়ে দেবেন।

সিঁড়ির নীচে দেহ, ধৃত বাড়ির মালিক
শৌচাগারের সিঁড়ির নীচে এক জনের মৃতদেহ মেলায় বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বর্ধমানে কাঞ্চননগরের লবণগোলায় একটি বাড়িতে দেহটি পড়ে থাকতে দেখা যায়। মৃতের নাম ‘অজয়’ বলে জানিয়েছে পুলিশ। তবে বিস্তারিত পরিচয় জানতে পারেনি। এই ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির মালিক জগদীশ ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সে দাগী অভিযুক্ত। বেশ কয়েকটি বড় চুরি ও ডাকাতির ঘটনায় পুলিশের হাতে একাধিক বার গ্রেফতারও হয়েছিল। বর্ধমান থানা সূত্রের খবর, মৃতের বাড়ি নবদ্বীপে। সে-ও দাগী দুষ্কৃতী। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, তাকে প্রায়ই জগদীশের বাড়িতে আসতে দেখা যেত। ওই বাড়িতে মেলায় ব্যবহৃত বেশ কিছু জুয়োর সামগ্রীও পাওয়া গিয়েছে।

দামোদরের পাড় ধসে মৃত কিশোরী
স্নান করতে গিয়ে পাড় ধসে দামোদরে তলিয়ে গিয়েছেন মা ও দুই মেয়ে। এলাকার লোকজন মা ও এক মেয়েকে উদ্ধার করলেও, আর এক মেয়ের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে গলসিতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম বিলাসী মণ্ডল (১৪)। গলসিতে যন্ত্রের সাহায্যে দামোদর থেকে বালি তোলা হয়। তার ফলে কোথাও-কোথাও ১০০-১৫০ ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। কোনও দিনই সেখানে কেউ স্নান করতে যান না। গরম পড়ায় ওই জায়গাতেই গিয়ে নেমেছিলেন আরতি মণ্ডল ও তাঁর দুই মেয়ে ঋতু ও বিলাসী। আচমকা পাড় ধসে গভীর গর্তে তলিয়ে যান তাঁরা। কিছু লোক ঝাঁপিয়ে পড়ে আরতি ও ঋতুকে উদ্ধার করলেও বিলাসীর খোঁজ মেলেনি। প্রায় চার ঘণ্টা পরে নদীগর্ভে প্রায় দেড়শো ফুট গভীর গর্ত থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।

খুনে গ্রেফতার দুই
খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে মঙ্গলকোটের কুন্দো গ্রাম থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম প্রভাস মাঝি ও বিজয় মাঝি। ওই গ্রামেরই বাসিন্দা তারা। বৃ্হস্পতিবার ধৃতদের কাটোয়া আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ হয়। পুলিশ জানিয়েছে, সোমবার কুন্দো গ্রামের একটি পুকুর থেকে উত্তম মাঝির (৪৫) দেহ মেলে। বুধবার মৃতের স্ত্রী ছবিদেবী থানায় অভিযোগ করেন। পুলিশ সূত্রের খবর, ওই দিন মদ খেয়ে তিন বন্ধুর বচসা হয়। মারপিটের সময় রাস্তায় পড়ে মারা যান উত্তম মাঝি। বাকি দুই বন্ধু তখন রাস্তা থেকে তাঁকে তুলে পুকুরে ফেলে দেয়।

ভাতারে অপমৃত্যু
বিষক্রিয়ায় মৃত্যু হল এক ভাগচাষির। নাম উদয়চাঁদ ঘোষ (৩৮)। বাড়ি ভাতারের মাহাতা গ্রামে। তিনি বুধবার বিকেলে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের দাবি, নিজেই জানান, কীটনাশক খেয়েছেন। বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হলে বুধবার গভীর রাতে তিনি মারা যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.