টুকরো খবর
কিশোরী খুনে অভিযুক্ত বাবা
এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের বিধাননগর সেক্টর ২ সি এলাকায়। বুধবার একটি বেসরকারি নার্সিংহোমে ওই কিশোরীর মৃত্যু হয়। বৃহস্পতিবার তার মামা নিউটাউনশিপ থানায় কিশোরীর বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কয়েক বছর আগে ওই কিশোরীর মা মারা গিয়েছেন। বাবার সঙ্গে থাকত সে। তার মামার অভিযোগ, তার বাবা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। সে কথা মেয়ে জানতে পেরে প্রতিবাদ করে। বহু চেষ্টা করেও মুখ বন্ধ করতে না পেরে মেয়েকে খুন করেছে বাবা। পুলিশ লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। এ দিন অভিযুক্তের খোঁজে পুলিশ ওই বাড়িতে যায়। তবে তাঁকে পাওয়া যায়নি। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেছে। বাবার বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ ঘিরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পেলে ওই কিশোরীকে খুন করা হয়েছে নাকি অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে তা জানা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার পুর আধিকারিক
টাকা জালিয়াতির অভিযোগে আসানসোল পুরসভার পরিবেশ আধিকারিক তাপস ঘোষকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে পুরসভার ডেপুটি মেয়রের চেম্বার থেকে গ্রেফতার করা হয়। আসানসোল দক্ষিণ থানায় জালিয়াতির অভিযোগ দায়ের করেন পুরসভার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে এক কোটি টাকা জালিয়াতির অভিযোগ করা হয়েছে। বুধবার ওই অভিযুক্তকে বিভাগীয় তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য পুরসভার গাড়িতে চড়িয়ে পুরসভায় নিয়ে আসা হয়। পুরসভার মেয়র পারিষদ ও বিভিন্ন দফতরের আধিকারিকেরা তাঁকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি ওই দিনই জানান, ওই আধিকারিকের বিরুদ্ধে টাকা জালিয়াতির প্রমাণ পাওয়া গিয়েছে। সপ্তাহখানেক আগে এই জালিয়াতির অভিযোগে মেয়রের কাছে তদন্তের আবেদন করেন পুরসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন মেয়র সিপিএমের তাপস রায়।

ক্ষোভ স্বল্পসঞ্চয় এজেন্টদের
কমিশন বাড়ানো, স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক করা, এজেন্টদের পেনশন প্রকল্পের আওতায় আনা-সহ নানা দাবিতে বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারে বিক্ষোভ দেখান স্মল সেভিংস এজেন্ট ইউনিয়নের দুর্গাপুর শাখা। এজেন্টদের অভিযোগ, স্বল্প সঞ্চয় প্রকল্পে গচ্ছিত অর্থ বিভিন্ন জনমুখী কাজে ব্যবহার করা হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার সে অর্থ পুঁজিপতিদের হাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে চাইছেন। সে জন্যই স্বল্প সঞ্চয়ের বিভিন্ন জনপ্রিয় প্রকল্প তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া এই সব প্রকল্পের জন্য লাভবান হত ভারতীয় ডাক ব্যবস্থাও। কিন্তু প্রকল্পের সুবিধা দিন দিন কমিয়ে দেওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়েছেন অর্থলগ্নি সংস্থাগুলিতে অর্থ লগ্নি করতে। অবিলম্বে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান তাঁরা।

কুয়োর দেওয়াল ভাঙা, জলসঙ্কট উখড়ায়
ভাঙা কুয়ো দেখতে পাড়ে ভিড় জমিয়েছে স্কুল পড়ুয়ারা। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।
কুয়োর ভেতরের দেওয়াল ভেঙে পড়ায় জল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার অন্ডালের উখড়া রুইদাস পাড়ায় ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা ভক্তি রুইদাস জানান, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ হঠাৎ একটি বিকট আওয়াজ পান তাঁরা। বাইরে বেরিয়ে দেখেন, কুয়োর ভিতরের দেওয়াল ভেঙে গিয়েছে। এ দিন অন্ডাল বিডিওর কাছে কুয়ো সংস্কারের আবেদনও জানান তাঁরা। আরেক স্থানীয় বাসিন্দা প্রাণ রুইদাস জানান, ওই এলাকায় পঞ্চায়েতের তিনটি কুয়ো আছে। কিন্তু সংস্কারের অভাবে দু’টি কুয়োয় দীর্ঘদিন জল মেলে না। ফলে একটি কুয়োয় ভরসা তাঁদের। এটির দ্রুত সংস্কার না হলে তাঁরা বিপাকে পড়বেন তাঁরা। প্রাণবাবু বলেন, “বিডিও বলেছেন সংস্কার তহবিলের টাকা নেই। জায়গা পেলে নতুন কুয়ো যাতে পঞ্চায়েত করে দেয় সে কথা তিনি পঞ্চায়েতকে জানাবেন।”

বধূ নির্যাতনে ধৃত
বধূ নির্যাতনের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। বৃহস্পতিবার লছিপুর এলাকা থেকে শৈলা বিবি নামে ওই মহিলাকে ধরা হয়। ধৃতের পুত্রবধূ আকলিনা বিবি কুলটি থানায় অভিযোগে জানান, দু’বছর আগে তাঁর সঙ্গে ওই এলাকারই বাসিন্দা সামসদ শেখের বিয়ে হয়। কিন্তু মাসখানেক আগে তাঁকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, সামসদ শেখ পলাতক। তার খোঁজ চলছে।

তরুণীর দেহ উদ্ধার
ইটভাটা থেকে এক মহিলার দেহ উদ্ধার করল বারাবনি থানার পুলিশ। স্থানীয় মদনমোহনপুর এলাক থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। মৃতার নাম সাবীত্রী পাসোয়ান (২৮)। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁকে ভারি কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। পুলিশ তাঁর স্বামী মুন্না পাসোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

জিতল বার্নপুর
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত গায়িত্রীদেবী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার জিতল বার্নপুর স্কুল অব ক্রিকেট। আসানসোল স্টেডিয়ামের এই খেলায় তারা ৩ উইকেটে হরিপুর সিএকে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর ৭ উইকেটে ১১৬ রান করে। জবাবে বার্নপুর ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। এ দিন আসানসোল রেলমাঠের খেলায় চিত্তরঞ্জন সিএকে ৬৫ রানে হারায় পূর্ব রেল আসানসোল। প্রথমে ব্যাট করে পূর্ব রেল ৫ উইকেটে ১৫৩ রান করে। জবাবে ৮৮ রানেই গুটিয়ে যায় চিত্তরঞ্জন। সর্বোচ্চ ৬৫ রান করেন বিজয়ী দলের সুকান্ত সেন।

সহবাস করে ধৃত
কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবক গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। ধরা হয়েছে এক চিকিৎসককেও। বৃহস্পতিবার কাল্লা মন্দির এলাকা থেকে ওই যুবককে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক ও চিকিৎসকের নাম ছোট্টু বাউড়ি ও প্রভাতকুমার সূত্রধর। ছোট্টু বাউড়ির সঙ্গে সহবাসের পরে অন্তঃস্বত্তা ওই কিশোরীর গর্ভপাত করান ওই ধৃত চিকিৎসক।

অস্ত্র-সহ গ্রেফতার
অবৈধ অস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রানিগঞ্জ থানার পুলিশ। রতিবাটী কোলিয়ারি থেকে ধৃত ওই দুষ্কৃতীর নাম শুকু সোরেন। তার কাছ থেকে একটি পাইপগান ও একটি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে রাখার নির্দেশ দেন।

যন্ত্রাংশ পাচারে ধৃত
সালানপুর এলাকার এক কারখানা থেকে যন্ত্রাংশ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গুড্ডু শেখ।

কোথায় কী

দুর্গাপুর

দুর্গাপুর ইস্পাত সাংস্কৃতিক মহোৎসব ২০১৩। বিধান ভবন। সন্ধ্যা ৭টা। উদ্যোগ: ডিএসপি।

আসানসোল

গায়ীত্রীদেবী স্মৃতি ক্রিকেট। আসানসোল স্টেডিয়াম ও রেলমাঠ। সকাল ৮টা।

অনুর্ধ্ব ১৭ ক্রিকেট। আসানসোল স্টেডিয়াম। দুপুর ১টা।

জামুড়িয়া

রক্ষাকালী পুজো উপলক্ষে মেলা। বোগড়াচটী গ্রাম।

পালাকীর্তন। বালানপুর গ্রাম। রাত ৯টা।

কুঞ্জভঙ্গ। বীরকুলটি গ্রাম নামোপাড়া। সকাল ১০টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.