ক্রিকেট আইপিএলের মতো ফুটবল টুর্নামেন্ট করার প্রচেষ্টা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধিতার পথে হাঁটতে শুরু করেছে আই লিগের ক্লাবগুলো!
গত বারও ক্লাব জোটের বিরোধিতার কারণেই আইএমজি রিল্যায়ান্স শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট করতে পারেনি। বুধবার ক্লাব জোটের সভাপতি ও সালগাওকরের সচিব রাজ গোমস পরিষ্কার বলে দিলেন, “আমরা ফুটবলার ছাড়ব না। খুব তাড়াতাড়ি ক্লাব জোট আলোচনায় বসবে।” ক্লাব-জোটের সচিব ও পুণে এফসি চেয়ারম্যান চিরাগ তন্না বলেন, “এই টুর্নামেন্ট কী করে হবে জানা নেই। আমরা ফুটবলার ছাড়ব না।” কলকাতার দুই ক্লাব অবশ্য ক্লাব জোটের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন। ইস্টবেঙ্গলের অন্যতম কর্তা দেবব্রত সরকার জানিয়ে দিলেন, “ক্লাব-জোট যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব।” বাগান অর্থসচিব দেবাশিস দত্তের গলাতেও একই সুর। ফুটবলাররাও দ্বিধায়। সঞ্জু, নবিরা ফ্রি প্লেয়ার হওয়ার কারণে তাঁদের সঙ্গে প্রাথমিক কথা বলেছে আইএমজি। সঞ্জু প্রধান বললেন, “আমার সঙ্গে কথা হয়েছে, কিন্তু এখনও সই করিনি।” রহিম নবি বললেন, “ক্লাবের হয়ে খেলতে পারব কি না সেটা আগে জানতে হবে।”
|
ক্রিকেটে নতুন প্রতিভার খোঁজে কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবির উদ্যোগে অনূর্ধ্ব ১৬ ক্রিকেট কোচিং শিবির শুরু হল। সোমবার বিকেলে শিবিরের উদ্বোধন করেন কাঁথির প্রবীণ ক্রিকেটার সমীর বসু রায়। ছিলেন ক্রিকেটার দিব্যেন্দু বিশ্বাস, প্রশিক্ষক কৌশিক খান, ক্রীড়া সম্পাদক বিশ্বজিৎ দত্ত, রামকৃষ্ণ পণ্ডা, গৌরীশঙ্কর গিরি। বিশ্বজিৎবাবু জানান, “রাজ্যের ৬৬টি মহকুমার সঙ্গে কাঁথিতেও নতুন প্রতিভার খোঁজে শিবির চালু হল। তিন দিন প্রশিক্ষণ হবে। ২০৯ জনের মধ্যে ৩০ জনকে বাছা হবে পরবর্তী প্রশিক্ষণের জন্য।” |
এ বারের ফরাসি ওপেনে টেনিস দুনিয়ার ‘বিগ ফোর’-কে একসঙ্গে দেখা যাবে না। পিঠের চোটের জন্য আগামী রবিবার থেকে শুরু হওয়া ক্লে কোর্ট গ্র্যান্ড স্লাম থেকে নাম তুলে নিলেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা অ্যান্ডি মারে। সমর্থকদের হতাশ করে মারে বলেন, “প্যারিসে খেলতে আমি ভালবাসি। তবু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। পুরোপুরি ফিট নই। চিকিৎসকদের পরামর্শে রয়েছি।” মারে না থাকায় এ বার রোঁলা গারোয় প্রথম চার বাছাই হতে চলেছেন যথাক্রমে জকোভিচ, ফেডেরার, নাদাল এবং ডেভিড ফেরার। গত বছর উইম্বলডনের পর থেকে জকোভিচ, মারে, নাদাল এবং ফেডেরারকে টানা তিনটে গ্র্যান্ড স্ল্যামে একসঙ্গে খেলতে দেখা যাবে না। হাঁটুর চোটে গত বছর যুক্তরাষ্ট্র ওপেন এবং এ বছর অস্ট্রেলীয় ওপেনে নামতে পারেননি নাদাল। মারের পাশাপাশি সংক্রমণের জন্য ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বের সাত নম্বর দেল পোত্রো-ও।
|
রেফারি-বিতর্কে বাগান কোচ করিম বেঞ্চারিফাকে ‘শোকজ’ করল আইএফএ। সাত দিনের মধ্যে জবাব দিতে হবে তাঁকে। অন্য দিকে, ইউনাইটেড কর্তাদের বিরুদ্ধেও তিন সদস্যের কমিটি গড়া হল। |