|
|
|
|
টুকরো খবর |
পঞ্চায়েত নিয়ে সর্বদল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলার ৮০ শতাংশ বুথকে স্পর্শকাতর এবং অতি-স্পর্শকাতর হিসেবে ঘোষনা করার দাবি জানিয়েছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বুধবার মেদিনীপুরে এক সর্বদলীয় বৈঠকে হয় ওই দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক শম্পা হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের প্রদ্যোৎ ঘোষ, নির্মল ঘোষ এবং কংগ্রেসের বিকাশ ভুঁইয়া, অভিজিৎ দত্ত। ৩টি বুথকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়। এই প্রস্তাব রাজ্য নির্বাচন দফতরে পাঠানো হবে। তবে জেলা কংগ্রেস নেতা বিকাশ ভুঁইয়া বলেন, “জেলার ৮০ শতাংশ বুথকে স্পর্শকাতর এবং অতি-স্পশর্র্কাতর হিসেবে ঘোষণা করা হোক।” তাঁর বক্তব্য, “আমরা যে এই দাবি জানিয়েছি, তা যেন রাজ্য নির্বাচন দফতরে লিখিত ভাবে জানানো হয়।” অন্যদিকে, জেলা তৃণমূল নেতা প্রদ্যোৎ ঘোষ বলেন, “অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে যা যা পদক্ষেপ করা উচিত, আশা করি পুলিশ-প্রশাসন তাই করবে। আমরা চাই, শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক।”
|
তহবিল নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ডিস্ট্রিক্ট ইনোভেটিভ ফান্ডে কী কী কাজ হবে, তা নিয়ে এক বৈঠক হল মেদিনীপুরে। বুধবার কালেক্টরেটে এই বৈঠকে ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনি, জেলা উন্নয়ন ও পরিকল্পনা আধিকারিক প্রণব ঘোষ প্রমুখ। এই ফান্ডে প্রতি বছর ১ কোটি টাকা বরাদ্দ হয়। যা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে ব্যয় হয়। বিভিন্ন সংস্থা উন্নয়নমূলক কাজের জন্য অর্থ চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করে। সমস্ত দিক খতিয়ে দেখে এই ফান্ড থেকেই তাদের অর্থ বরাদ্দ করা হয়। জানা গিয়েছে, বৈঠকে বেশ কিছু প্রস্তাব এসেছে। তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। চলতি আর্থিক বছরে ইনভেটিভ ফান্ড নিয়ে এটাই ছিল প্রথম বৈঠক। যেখানে জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ত্রিদীপ দাস সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। যাঁরা এই কমিটির সদস্য। |
|
|
|
|
|