পাড়ারই এক ব্যক্তির বিরুদ্ধে বসতি এলাকায় মুরগি খামার খুলে দূষণ করার অভিযোগ তুললেন রানিগঞ্জে বেলিয়াবাথানের বাসিন্দারা। সমস্যার প্রতিকার চেয়ে জেমারি পঞ্চায়েত এবং পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন তাঁরা। এলাকাবাসীদের দাবি, মাস ছয়েক আগে বিনা অনুমোদনেই স্থানীয় অর্জুন মাহাতো বেলিয়াবাথানে ওই মুরগি খামার খোলেন। তখনই তাঁর পড়শি ঠাকুরি মাহাতো নিমচা ফাঁড়িতে অর্জুনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তবে অর্জুনবাবু এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। জেমারি পঞ্চায়েত প্রধান নিমাই ঘোষ জানান, খামারের মালিক পঞ্চায়েতের কাছ থেকে কোনও এনওসি নেননি। জনবহুল এলাকায় ওই ধরনের খামার করা যায় না।
|
হাতি রুখতে এলিফেন্ট স্কোয়াড গঠন করার দাবিতে রেঞ্জ অফিসের গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসী। বুধবার। পরে স্মারকলিপি দেওয়া হয়। রেঞ্জার মধুরমিলন ঘোষ জানিয়েছেন দলসিংহ পাড়ার গোপাল বাহাদুর বস্তির বাসিন্দারা হাতির হানা রুখতে এলাকায় এলিফেন্ট স্কোয়াড গঠনের দাবি জানিয়েছেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে। দলসিংহ পাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা কংগ্রেস নেতা শম্ভু জয়সোয়াল জানিয়েছেন, গোপাল বাহাদুর বস্তি ও ছেত্রী লাইনে প্রায় রাতেই হাতির হামলায় শস্য ও সম্পত্তি নষ্ট হচ্ছে। বন দফতরের তরফে অল্প ক্ষতিপূরণ মিলছে। তাই দ্রুত এলিফেন্ট স্কোয়াড গঠনের দাবি জানানো হয়েছে। |