স্বামীকে খুনে গ্রেফতার স্ত্রী
নিজস্ব সংবাদদাতা • আমতা |
স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমতার সরিয়ালা গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম আনন্দ কোলে (৩৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে আনন্দবাবুর সঙ্গে বিয়ে হয়েছিল শিবানীর। স্থানীয় একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন আনন্দ। আর্থিক অস্বচ্ছলতার কারণে সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। মদ্যপ আনন্দ মাঝেমধ্যেই তাঁর স্ত্রীকে সন্দেহের বশবর্তী হয়ে অত্যাচার করতেন বলে অভিযোগ। বুধবার দুপুরে ঝগড়া বাঁধলে আনন্দ তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মরক্ষার্থেই শিবানী হাতের কাছে থাকা দা দিয়ে স্বামীর গলায় কোপ বসিয়ে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। শিবানীকে গ্রেফতার করেছে পুলিশ। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে তদন্তকারী পুলিশ অফিসারেরা জানিয়েছেন।
|
নাট্য পত্রিকা উলুবেড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
প্রকাশিত হল ‘পালা নাট্যপত্র’। গত ১ মে উলুবেড়িয়া রবীন্দ্রভবনে ২৬তম বার্ষিক সংখ্যাটি প্রকাশ করেন নাট্যকার বিভাস চক্রবর্তী। এই সংখ্যায় রয়েছে দু’টি পূর্ণাঙ্গ নাটক, চারটি একাংক নাটক এবং সাতটি নাট্য বিষয়ক প্রবন্ধ। তপন করের ‘বাংলার নাটক মঞ্চ ও রাজনীতি’, সুপ্রিয় ধরের ‘ট্র্যাজেডি ব্রেখট ও অন্যান্য জিজ্ঞাসা’ আক্রাম হোসেনের ‘গ্রিক ট্র্যাজেডি, বাংলা নাটক ও মাইকেল মধুসূদন দত্ত’ বেশ তথ্যসমৃদ্ধ। অবন্তী রায়ের ‘শয়লা গান প্রসঙ্গে’ রচনাটিতে রয়েছে মাটির স্পর্শ। পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত বলেন, “উলুবেড়িয়া থেকে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা শুধুমাত্র নাটককে বিষয়বস্তু করে পত্রিকাটি টানা ২৬ বছর ধরে প্রকাশ করে আসছি।” পত্রিকা প্রকাশ উপলক্ষে ওই দিন ‘আত্মরতি’ এবং ‘নানা রঙের দিন’ এই দু’টি নাটকও মঞ্চস্থ হয়।
|
স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
সম্প্রতি প্রয়াত সাহিত্যিক খায়রুল বাসার স্মরণসভা অনুষ্ঠিত হল বাগনান লাইব্রেরি মোড়ের কাছে বিশ্বাস ভবনে। উদ্যোক্তা বাগনানের বসুধৈব্য উৎসপ্রাণ পত্রিকা। উপস্থিত ছিলেন সাহিত্যিক পরিমল ঘোষ, পার্থ বসু, আদিবাসী লোকশিল্পী সঙ্ঘের হাওড়া জেলার সম্পাদক তপন সেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বসুধৈব্য উৎসপ্রাণ পত্রিকার সম্পাদক সৌরেন্দু শেখর বিশ্বাস। গান, কবিতা, আলোচনায় স্মরণ করা হয় সাহিত্যিককে।
|
পঞ্চায়েতে ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • পোলবা |
টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। কিন্তু সিপিএম পরিচালিত পোলবা পঞ্চায়েতে বিকেল থেকে ছিলেন না প্রধান, উপপ্রধান। ফলে টেন্ডার জমা দিতে পারেননি অনেকে। প্রতিবাদে তৃণমূল পঞ্চায়েত ঘেরাও করে। ব্লক অফিসের আধিকারিকেরা এলে তাঁদেরও ঘেরাও করে রাখা হয়। ঘটনাস্থলে আসে পুলিশ।
|
আমতায় অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • আমতা |
সম্প্রতি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল উলুবেড়িয়া সাংস্কৃতিক পরিষদ। অনুষ্ঠানটি হয় আমতার অডিটোরিয়াম হলে। উপস্থিত ছিলেন সাংসদ সুলতান আহমেদ, বিধায়ক নির্মল মাঝি। অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্কিম চক্রবর্তী।
|
প্রার্থীহীন হাওড়ায় কৌশলী বিজেপি |
হাওড়া লোকসভার উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর সেখানে ভোট দানের প্রশ্নে কৌশলী অবস্থান নিল রাজ্য বিজেপি। দলীয় নেতৃত্বের বক্তব্য, ওই কেন্দ্রে তাঁদের ১ লাখের উপরে ভোট আছে। বিজেপি সরে দাঁড়ানোর পর ওই ভোটারদের কাকে ভোট দিতে বলা হবে? বুধবার এই প্রশ্নের জবাবে রাহুলবাবু বলেন, “কংগ্রেস এবং সিপিএম-কে ভোট দিতে বলার প্রশ্নই নেই। বিজেপি-র কর্মীদের বলব, কোনও রাজনৈতিক দলকে ভোট দেওয়ার প্রয়োজন নেই।” তাৎপর্যপূর্ণ হল, হাওড়ার উপনির্বাচনে রঞ্জন পাল নামে এক জন নির্দল প্রার্থী লড়ছেন। যিনি বিজেপি-র সদস্য। সুতরাং, রাহুলবাবুর কোনও রাজনৈতিক দলকে ভোট না দেওয়ার ডাক আসলে ঘুরিয়ে রঞ্জনবাবুকেই ভোট দিতে বলা বলে মনে করছে বিজেপি-রই একাংশ। যদিও প্রকাশ্যে বিজেপি তাদের সমর্থিত কোনও নির্দল প্রার্থীর অস্তিত্ব স্বীকার করছে না। তৃণমূল সরকারের দু’ বছর পূর্তিতে তাদের ‘ব্যর্থতা’ উল্লেখ করে এ দিন ন’ পাতার চার্জশিট প্রকাশ করেছেন রাহুলবাবু। |