বুধবার রাজা রামমোহন রায়ের জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান খানাকুলের রাধানগরে সারাদিন ধরে নানা অনুষ্ঠান হয়ে গেল। সকাল ৭টা নাগাদ রামমোহন মেলা কমিটির পক্ষে রামমোহনের জন্মবেদিতে মাল্যদান করে শোভাযাত্রা শুরু হয়। রাধানগর থেকে সেই শোভাযাত্রা রামমোহনের বসতবাটী রঘুনাথপুরে যায়।
সেখানে সতীর বেদি এবং রামমোহনের প্রতিকৃতিতে মাল্যদান পর্ব শেষে রাজার আমবাগানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন হয়। শোভাযাত্রা এবং অনুষ্ঠানে যোগ দেন পুড়শুড়ার বিধায়ক পারভেজ রহমান, সাহিত্যিক দেবাশিস শেঠ প্রমুখ। |
শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী। ছবি: মোহন দাস। |
প্রধান অতিথি হিসাবে হাজির হতে না পারায় তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় মোবাইলে বক্তৃতা করেন। তিনি জানান, রামমোহন রায়ের জন্মস্থানের উন্নয়নকল্পে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বেশ কিছু পরিকল্পনা করেছেন। তা দ্রুত কার্যকর করা হবে।
এ দিনই বিকেলে রাধানগর পল্লী সমিতির পক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল রাধানগরে রামমোহন মেমোরিয়্যাল হল-সংলগ্ন পাঠাগার প্রাঙ্গণে রামমোহনের ব্রিস্টলের আরনস্ ভেল সমাধি স্মারকের প্রতিরূপ উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। |