দু’পক্ষের সংঘর্ষ, উদ্ধার বোমা
নিজস্ব সংবাদদাতা • কাঁকরতলা |
হতাহত না হলেও এলাকা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের বোমাবাজিকে ঘিরে মঙ্গলবার দিনভর উত্তপ্ত ছিল কাঁকরতলা থানা এলাকার বড়রা গ্রাম। সেই বড়রা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ শেখ ফিরতাজ নামে এক ব্যক্তির খামার বাড়ি থেকে উদ্ধার করল বোমা ও আগ্নেয়াস্ত্র। যদিও ওই ব্যক্তি পলাতক। অভিযোগ ছিল, এলাকার এক তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছে কিছু দুষ্কৃতী। প্রকৃত দোষীদের ধরার দাবিতে বুধবার কিছুক্ষণ খয়রাশোল-বাবুইজোড় রাস্তা অবরোধ করে স্থানীয় তৃণমূল। পরে দুপুরের দিকে উদ্ধার হয় বোমা। জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “উদ্ধার হয়েছে একটি বন্দুক ও ১০০টি বোমা। এখনও তল্লাশি চলছে এলাকায়।” স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, গত বছর একদিনে দুবরাজপুর ও খয়রাশোলে খুন হন কাঁকরতলা এলাকার তৃণমুলের দু’টি গোষ্ঠীর তিন নেতাকর্মী। দু’পক্ষের বেশ কয়েকজন ঘটনায় অভিযুক্ত ছিলেন। জামিনে ছাড়া পেলেও এলাকায় থাকা নিয়ে একটা উত্তেজনা ছিল। এ দিনের বিবাদ সেই ঘটনার জের বলেই মনে করছে পুলিশ।
|
গাড়ি উল্টে জখম নয়
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
গাড়ি উল্টে জখম হলেন সেচ বিভাগের ৯ জন কর্মী। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে খয়রাশোল থানা এলাকার সগড়ভাঙার কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন খয়রাশোলের হিংলো জলাধারে যাওয়ার সময় একটি বাঁকে উল্টে যায় সেচ বিভাগের গাড়িটি। আহতদের উদ্ধার করে খয়রাশোলের নাকরাকোন্দা ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে যায় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর ৬ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি তিন জনকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্য দিকে, মঙ্গলবার সকালে খয়রাশোল থানা এলাকার গেপালপুর মোড়ে, পাঁচড়া-বাবুইজোড় রাস্তায় মোটরবাইকের সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি ধাক্কায় জখম হয়েছিলেন শিশু-সহ তিন জন।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে লাভপুর সংস্কৃতি বিকাশ সমিতির পরিচালনায় পালিত হল রবীন্দ্র-নজরুল প্রণাম। গত রবিবার স্থানীয় তারাশঙ্কর ভবনে ওই অনুষ্ঠান হয়।
|
রামপুরহাট মহকুমার দমকল বিভাগের যাত্রা শুরু ১৯৭২ সালের জানুয়ারি মাসে। একটি ভাড়া বাড়িতে এই দমকল বিভাগ চালু হলেও বর্তমানে তার অবস্থা খারাপ। বৃষ্টির সময় ছাদ চুঁইয়ে জল পড়ে। জল জমে যায় ঘরে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ওই ঘরে থাকতে পারেন। তাই বাধ্য হয়ে কর্মীদের এই তাঁবুতে থাকতে হয়। ১৯৮৪ সালে নিজস্ব জায়গায় ঘর তৈরি শুরু হয়। কিন্তু আইনি জটিলতায় তা বন্ধ হয়ে গিয়েছে। ফের কাজ শুরু হয়েছে বলে দমকল সূত্রে খবর। |