আগামী বছর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরবর্তী পর্যায়ে কাবুলের পাশে ‘সাধ্যমতো’ দাঁড়াবে ভারত। সে দেশের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, “কাবুলের পট পরিবর্তনে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, গত কালের বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে ১৮ পাতার একটি তালিকা তুলে দেন কারজাই। সেখানে ভারতের কাছে মারণাস্ত্র এবং সেনা চেয়েছে আফগানিস্তান। সেনা পাঠানোর ব্যাপারে আপত্তি থাকলেও হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র, মিলিটারি হার্ডওয়ার, কিছু ট্যাঙ্ক-সহ যুদ্ধাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। প্রত্যেক বছর ভারত ৪০০ জন আফগান সেনাকে প্রশিক্ষণ দেয়।
তা বাড়িয়ে ৮০০ সেনাকে প্রশিক্ষণ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। তবে নিরাপত্তা ক্ষেত্রে সাউথ ব্লক কতটুকু সহায়তা করবে, তা ঠিক করার জন্য দু’দেশের মধ্যে যে ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল’ রয়েছে, শীঘ্রই তার সাব গ্রুপের বৈঠক বসবে।
সাংবাদিক বৈঠকে আকবরউদ্দিন জানিয়েছেন, ‘যতটুকু সাধ্য’ ভারত সাহায্য করবে। আফগানিস্তানের পরিবর্তন যে সে দেশের মানুষের নেতৃত্বেই হবেধারাবাহিক ভাবে এ কথাও জানিয়ে আসছে নয়াদিল্লি। ভারত কখনওই এমন কিছু করতে চায় না, যা গোটা অঞ্চলের ভূকৌশলগত ভারসাম্যকে বিঘ্নিত করতে পারে।
|
লন্ডনের উলউইচ স্ট্রিটে একটি সেনা ব্যারাকের কাছে মাথা কেটে খুন করা হল এক ব্রিটিশ সেনাকে। ব্রিটিশ পুলিশ ঘটনাটাকে সম্ভাব্য জঙ্গিদের কাজ বলেই মনে করছে। যদিও সরকারি ভাবে এ কথা জানানো হয়নি। এই নাশকতার উত্তরে ব্রিটিশ পুলিশও গুলি ছুড়ে দুই সশস্ত্র ব্যক্তিকে জখম করেছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ এবং এমআই ফাইভের গোয়েন্দাদের কাছে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব থেরেসা মে। |