ফলন বাড়াতে কর্মশালা কালনার কৃষি খামারে |
উন্নত ফলনের জন্য বিজ্ঞান সচেতনতা নিয়ে একটি কর্মশালা আয়োজিত হল কালনা মহকুমার কৃষি খামারে। ছিলেন বর্ধমান রেঞ্জের যুগ্ম অধিকর্তা অলীক মণ্ডল, উপ-কৃষি অধিকর্তা শ্যামল দত্ত-সহ বেশ কয়েক জন কৃষি বিশেষজ্ঞ। অনুষ্ঠানে উন্নত বীজ উৎপাদন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কী ভাবে চাষের উন্নতি করা যায়, তা নিয়ে মূলত আলোচনা হয়। অলীকবাবু জানান, ভাল বীজ ছাড়া ফসল হয় না। চাষিদের ধানবীজ তৈরি করলে ছায়াযুক্ত স্থানে রাখা ও মাঝে মাঝে হালকা রোদ দেওয়ার মতো বিষয়গুলো মাথায় রাখতে হবে।
অলীকবাবু জানান, আশি শতাংশ রোগই বীজবাহিত কারণে হয়। পাশাপাশি বীজতলা নিয়েও চাষিদের সতর্ক করেছেন তিনি। তিনি বলেন, “যে জমিতে বীজতলা করা হয়, সেই জমিতে আগের মরশুমের পাকা ধান সাধারণভাবেই পড়ে থাকে। জল পেলেই সেই ধানের অঙ্কুরোদগম হয়। সে জমিতে উন্নত প্রজাতির ধানের বীজতলা করলে দু’ধরনের প্রজাতির চারাগাছের মিশে থাকার সম্ভাবনা থাকতে হবে। এ ক্ষেত্রে বীজতলা তৈরির আগে প্রথমে জল দিয়ে, পরে ওই জমিতে আগের মরশুমের পাকা ধানের চারাগাছ তুলে নিয়ে বীজতলা তৈরি করতে হবে। সভায় কৃষিবিশেষজ্ঞেরা জানান, জমির সারিতে এক জায়গায় একটি করে ধান চারা পোঁতা উচিত। প্রতিটি চারা থেকে তেরো থেকে চোদ্দটি পাশকাঠি বের হয়। আলুর ক্ষেত্রে বিশেষজ্ঞদের সতর্কতা, ২৫ থেকে ৩৫ গ্রামের বীজ ব্যবহার করা উচিত। রোগ, পোকার সংক্রমণ ঠেকাতে কুফরি জ্যোতি আলু গাছের উপরিভাগের অংশ ৭৫ দিন পরেই কেটে দিতে হবে। উপকৃষি অধিকর্তা শ্যামলবাবু জোর দেন কৃষিতে নতুন যন্ত্রের প্রয়োগের ব্যাপারে। তিনি বলেন, “ভাতার, গলসীতে হারভেস্টরের মাধ্যমে ধান তোলার কাজ শুরু হয়। কৃষিক্ষেত্রে শ্রমিকের সংখ্যা এখন কমছে। তাই প্রযুক্তি ব্যবহার গুরুত্বপূর্ণ।” গতানুগতিক চাষের পাশাপাশি চাষিদের ডালশস্য চাষেরও পরামর্শ দেওয়া হয় ওই শিবিরে। এ দিন কর্মশালায় যোগ দেন কালনা ১ ও ২ ব্লকের বাছাই করা ৫০ জন চাষি। চাষিদের বীজ, সার, মাটি পরীক্ষা-সহ নানা প্রশ্নের জবাব দেন বিশেষজ্ঞেরা। মহকুমা কৃষি আধিকারিক স্বপনকুমার মারিক বলেন, “কর্মশালায় আসা চাষিরা এলাকায় ফিরে অন্যদেরও উৎসাহিত করবেন।”
|
ডাকঘর থেকে জালিয়াতি করে একশো দিনের কাজের টাকা তুলে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গাছে বেঁধে আটকে রাখলেন মঙ্গলকোটের গোপালপুরের বাসিন্দারা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার রাতেই মঙ্গলকোটের বিডিও সুশান্ত মণ্ডল একশো দিনের প্রকল্পে টাকা নয়ছয় করার অভিযোগে এফআইআর করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর অক্টোবর-নভেম্বর মাসে গোপালপুরে একশো দিনের কাজে নতুন পুকুর ও সাত পুকুর নামে দু’টি পুকুর খনন করা হয়। কিন্তু গ্রামে কালী মন্দির ও শ্মশান ঘাট গড়ার জন্য ২০০ জন শ্রমিক সেই টাকা না তুলে ২ লক্ষ ৯৬ হাজার টাকা ডাকঘরেই জমা রাখেন। চলতি বছরের প্রথম দিকে ওই শ্রমিকেরা জানতে পারেন, গ্রামেরই বৃন্দাবন মণ্ডল-সহ বেশ কয়েকজন জালিয়াতি করে তাঁদের টাকা আত্মসাৎ করেছেন। এ নিয়ে গ্রামবাসীরা মঙ্গলকোটের বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন। কিন্তু ডাকঘর থেকে বিডিওকে জানানো হয়, ১০০ দিনের কাজের টাকা নিয়ম মেনেই শ্রমিকদের হাতে দেওয়া হয়েছে। বিডিও নিজেও তদন্তে নেমে কিছু পাননি। তবে পুলিশ জানায়, মাস দু’য়েক আগে টাকা ফেরত চেয়ে গ্রামবাসীরা বৃন্দাবন মণ্ডলের বাড়ি ঘেরাও করেন। তাঁদের দাবি, ওই সময় বৃন্দাবনবাবু দশ দিনের মধ্যে সমস্ত টাকা ফেরত দেব বলে জানিয়েছিলেন। কিন্তু সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও টাকা দিতে গড়িমসি করায় এ দিন তাঁকে গ্রামের পশ্চিমপাড়ার প্রাথমিক স্কুলের সামনে একটি গাছে বেঁধে রাখেন গ্রামবাসীরা। পরে বৃন্দাবনবাবু গ্রামবাসীদের মুচলেকা দিয়ে জানান, দশ দিনের মধ্যে সমস্ত টাকা ফেরত দেওয়া হবে। গ্রামের উত্তম মণ্ডল, সবিতা মাঝিদের অভিযোগ, আমাদের কষ্টের টাকা উনি আত্মসাৎ করেছেন। তাঁকে আমরা সুযোগ দিয়েছিলাম কিন্তু তিনি সে বিশ্বাস রাখেননি। এ দিন প্রায় ঘন্টা দুয়েক আটকে থাকার পর পুলিশ গিয়ে বৃন্দাবনবাবুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
|
চার দুর্ঘটনায় মৃত পাঁচ জন |
চারটি পৃথক পথ দুর্ঘটনায় জেলায় মৃত্যু হল পাঁচ জনের।
বুধবার ভোরে রায়নার সেহারাবাজারে আরামবাগ রোডে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। মৃত্যু হয় গাড়ির যাত্রী এক কিশোরের। পুলিশ জানায়, মৃতের নাম সুমন রানা (১২)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুরে। রাজস্থান থেকে সোনারুপোর কাজ করে কয়েক জনকে নিয়ে গাড়িটি রামজীবনপুরে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। দুই জখম যাত্রীকে সেহারাবাজারের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। মঙ্গলবার দুপুরে মোটরবাইকে চেপে বর্ধমানের সরাইটিকরের বাসিন্দা শেখ রিয়াজ (৩২) ও জয়ন্ত রুইদাস (১৯) পালশিটে যাচ্ছিলেন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কলকাতাগামী একটি বাস জোতরামের কাছে পিছন থেকে তাঁদের ধাক্কা মারলে দু’জনই জখম হন। তাঁদের বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রিয়াজকে মৃত ঘোষণা করা হয়। রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানোর পথে জয়ন্তর মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা পেরোনোর সময়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় স্বপন দাস (৫০) নামে এক সব্জি বিক্রেতার। তাঁর বাড়ি ছোট নীলপুর নতুন কলোনিতে। মঙ্গলবার সকালে কেতুগ্রাম থানার কাঁটাডি গ্রামে বাড়ির কাছে রাস্তায় হেঁটে যাওয়ার সময়ে লরির ধাক্কায় গুরুতর আহত হন খেতমজুর ননীবালা সরকার (৫২)। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। পুলিশ লরিটি আটক করেছে। চালক পলাতক। |