টুকরো খবর |
স্ত্রীকে খুনে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
স্ত্রীকে খুন করার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল মালদহের ফাস্ট ট্র্যাক আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিমূতবাহন বিশ্বাস এই কথা জানান। সাজাপ্রাপ্তের নাম মালদহের মিল্কি বাসিন্দা, সাইদুল মিঁয়া। গত ২০১২-র ১ এপ্রিল ইংরেজবাজারের মিল্কি জিএস কলোনিতে স্ত্রী লালমন বিবিকে খুন করে সাইদুল মিঁয়া। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী মেয়ে, আফসানা খাতুনের বক্তব্যের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। আফসানা-সহ ১০ জনের সাক্ষীর ভিত্তিতে বিচারক সাইদুলকে দোষী সাব্যস্ত করেন। এ দিন তিনি যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।
|
জওয়ান জখম
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান। মঙ্গলবার ভোরে হিলি সীমান্তের গয়েশপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ সূত্রের খবর, টহলদারির সময় গরু পাচারকারীর সঙ্গে দুই জওয়ানের সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। জওয়ানদের ওপরে লাঠি নিয়ে পাচারকারীরা হামলা চালায়। লাঠির আঘাতে জওয়ানের মাথা ফেটে যায়। জওয়ানরাও পাল্টা গ্রেনেড ছুঁড়লে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
|
অনুপ্রবেশে ধৃত ২৭
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
অনুপ্রবেশে ২৭ বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার বংশীহারির কুশকারির ঘটনা। রাজ্য সড়কে একটি ট্রেকার থামিয়ে পুলিশ তাঁদের ধরে। ধৃতদের মধ্যে ১০ মহিলা, ১২ শিশু ও কিশোর এবং ৫ জন পুরুষ। পুলিশ সুপার জানান, ধৃতরা সীমান্ত টপকে এ পারে ঢুকেছিল। বাংলাদেশে ‘মহাসেন’ -এর জেরে সব হারিয়ে তাঁরা কাজের খোঁজে বিহারের কাটিহার যাচ্ছিল।
|
যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বধূ হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে স্বামীর। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট আদালতে জেলা জজ মণিশঙ্কর দ্বিবেদী অভিযুক্ত শশাঙ্ক সরেনকে এ নির্দেশ দিয়েছেন। বধূর নাম রাখী সরেন। ২০০৯ সালের ১৭ নভেম্বর ওই বধূ অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করানোর সাত দিন পরে, ২৪ নভেম্বর তাঁর মৃত্যু হয়।
|
পুলিশের নামে নালিশ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
কুয়ারন এলাকায় এক মহিলাকে খুনের অভিযোগ ওঠার এক মাস পরেও পুলিশ গিয়ে তদন্ত করেনি বলে অভিযোগ উঠল। ১১ এপ্রিল জমির সীমানা নিয়ে বিবাদে কাননবালা সরকারকে খুন করা হয় বলে অভিযোগ। তাঁর পরিবারের দাবি অভিযুক্তদের নামে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ ব্যবস্থা নেয়নি। এমনকি ঘটনার তদন্তেও যায়নি।”
|
বধূর মৃত্যুতে ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
এক বধূর অস্বাভাবিক মৃত্যুতে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার বালুরঘাটের মাহালিপাড়ার চন্দনা হাঁসদার (৩০) দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার কাকা শ্যামল বিশ্বাসের নালিশের ভিত্তিতে স্বামী শ্যামল হাঁসদা এবং শাশুড়ি বেইল হাঁসদাকে ধরেছে পুলিশ।
|
জমির বিবাদে নিহত
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
জমির বিবাদে এক ব্যক্তির মৃত্যু হল। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থানার চন্ডীপুরে। তাঁর নাম গিয়াসুদ্দিন মিঁয়া (৪২)। বাড়ির সীমানায় বেড়া গিতে গেলে কয়েক জন প্রতিবেশী লাঠি রড দিয়ে তাকে মারধর করে। উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে।
|
গ্রেফতার দুই দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
সোমবার ইসলামপুরের দুটি এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ইসলামপুর থানার রামগঞ্জ থেকে আলি হুসেন এবং এবং সোমবার রাতে বাহাতিগছ এলাকা থেকে মহম্মদ কাশিমুল নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।
|
ট্রেনে কাটা পড়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধর। এদিন সকালে বালুরঘাট স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। নাম শঙ্কর নন্দী (৬৫) চকভৃগুর গোবিন্দপুর এলাকার বাসিন্দা। গৌড় লিঙ্ক ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয় বলে পুলিশের ধারণা।
|
সিরাপ সহ ধৃত তিন
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বাংলাদেশে কাশির সিরাপ পাচারের চেষ্টার অভিযোগে ইসলামপুরের সুজালিতে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ২৭২ বোতল কাশির ওষুধ সহ তাদের ধরে পুলিশ। বাইকে সীমান্তের দিকে যাওয়ার সময়ে তাদের ধরা হয়েছে।
|
কাজ শুরু |
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় দুটি রাস্তা পাকা করার কাজ শুরু হল মালদহের রতুয়ায়। মঙ্গলবার দুটির কাজের শিলান্যাস করেন উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নূর। বরাদ্দ সাড়ে ৮ কোটি। রাস্তা দুটি হল মাকারিয়া থেকে বালুয়া, বাহারাল স্কুল মোড় থেকে ঘুরঘুরানি। |
|