বাড়ি তাঁদের নামে লিখে না-দেওয়ায় বৃদ্ধা বাবা-মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। বৃদ্ধ বাবা মার হয়ে কথা বলতে গেলে দুই ভাই তিন বোনকে বেধড়ক মারধর করেছে বলেও অভিযোগ। বর্তমানে তিন বোন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। সোমবার ইংরেজবাজার থানার কৃষ্ণকালীতলা পাড়ায় এই ঘটনাটি ঘটেছে। দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ওই বৃদ্ধ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন।
জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ইংরেজবাজার আইসিকে ডেকে ওই বৃদ্ধ ও তাঁর স্ত্রীকে তাঁর বাড়িতে ঢুকিয়ে দিয়ে অভিযুক্ত দুই ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” এদিন সন্ধ্যায় ওই বৃদ্ধ দম্পতিকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তদের ছেলেদের মধ্যে বিপ্লব পাল বাগ অবশ্য সন্ধ্যায় দোষ স্বীকার করে নিয়েছেন। তিনি শুধু বলেন, “ভুল করেছি। আমরা অনুতপ্ত।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণকালীতলার বাসিন্দা পেশায় শাঁখার ব্যবসায়ী হরশঙ্কর পাল বাগের ৬ মেয়ে ও দুই ছেলে। তাঁর চারতলা বাড়ি রয়েছে। এদিন জেলা পুলিশ সুপার অফিসে কাঁদতে বৃদ্ধ শাঁখা ব্যবসায়ী বলেন, “পাঁচ মেয়ের বিয়ে দিয়েছি। দুই ছেলেকে বাড়ির দোতলা ও তিন তলা দিয়েছি। আমি ও আমার স্ত্রী নিচের তলায় ও ছোট মেয়েকে চারতলায় থাকার ব্যবস্থা করেছি। কিন্তু আমার দুই ছেলে গোটা বাড়িটা তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। আমি বাড়ি তাঁদের নামে লিখে দিতে রাজি না হওয়ায় দুই ছেলে আমাকে ও স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মেয়েরা বাঁচাতে চেষ্টা করলে দুই ছেলে বোনদেরও মেরেছে।” |