বকেয়া পেনশন ও প্রাপ্য সুযোগ সুবিধার দাবিতে মঙ্গলবার রায়গঞ্জে দিনভর অবস্থান বিক্ষোভ করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত কর্মীরা। নিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠন রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার ফোরামের তরফে এ দিন সকালে সংগঠনের সদস্যরা রায়গঞ্জ শহরে মিছিল করেন, পরে রায়গঞ্জ ডিপো চত্বরে অবস্থান বিক্ষোভ করে, স্মারকলিপি দেওয়া হয়। চলতি মাসের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন মিটিয়ে দেওয়া না হলে ফোরামের তরফে অনির্দিষ্টকালের জন্য সরকারি বাস অবরোধ করার হুমকি দেওয়া হয়েছে। নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর সাহা বলেন, “ওই কর্মীদের দাবি কোচবিহারে নিগমের সদর দফতরে পাঠানো হয়েছে।” |
রায়গঞ্জে অবসরপ্রাপ্ত এনবিএসটিসি কর্মীদের বিক্ষোভ।—নিজস্ব চিত্র। |
নিগমের রাজ্যের বিভিন্ন ডিপোতে প্রায় তিন হাজার অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের পেনশন দিতে প্রতিমাসে রাজ্য সরকারের প্রায় ২ কোটি সাড়ে ৭২ লক্ষ টাকা খরচ হয়। ফোরামের অভিযোগ, ২০১১ সালের নভেম্বর মাস থেকে ২০১২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মীদের অর্ধেক পেনশন দেওয়া হয়েছে। ওই ১১ মাসের বকেয়া পেনশন মিটিয়ে দিয়ে প্রতি মাসের প্রথমে নিয়মিত পেনশন চালু করার দাবি জানিয়েছে ফোরাম। ২০১২ সালের জানুয়ারি মাস থেকে ভাতাও বন্ধ বলে অভিযোগ। এছাড়াও ২০০৮ সাল থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন বিক্রি, লিভ স্যালারি, গ্র্যাচুয়িটি, উৎসব ভাতার টাকাও পাচ্ছেন না বলে এ দিন স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে। ফোরামের সম্পাদক কমলেশ গুহ বলেন, “রাজ্য সরকার ২০১২ সাল থেকে দু’বার মহার্ঘ্যভাতা দেওয়ার কথা ঘোষণা করলেও নিগম কর্তৃপক্ষ সেই টাকা দিচ্ছেন না। এ ছাড়াও অবসরপ্রাপ্ত কর্মীরা অনান্য ন্যায্য প্রাপ্য পাচ্ছেননা। পেনশনের বৃদ্ধিও বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।”
ফোরামের সহ সভাপতি গৌরকৃষ্ণ গুহ বলেন, “এই পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত কর্মীরা সংসার চালাতে, চিকিৎসার খরচ যোগাড় করতে হিমশিম খাচ্ছেন। চলতি মাসের মধ্যে সব বকেয়া না মেটালে সরকারি বাস চালাতে দেব না।” |