সাবস্টেশনে গোলমাল, লোডশেডিং |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার জিরাট সাবস্টেশনে হঠাৎই যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মঙ্গলবার সল্টলেক-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে লোডশেডিং হয়।
দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে। এর ফলে গরমে চরম ভোগান্তি হয় গ্রাহকদের। বণ্টন সংস্থা সূত্রে খবর, জিরাট সাবস্টেশনটি বসে যাওয়ায় জিরাট-কসবা লাইনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। যার ফলে বিদ্যুৎ-বিভ্রাট হয় গোটা অঞ্চলে। সাবস্টেশনটি সারিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে এক ঘণ্টার বেশি সময় লেগে যায় বলে সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছেন। কেন সাবস্টেশনটিতে হঠাৎ যান্ত্রিক গোলোযোগ দেখা দিল, তার কোনও স্পষ্ট উত্তর সংস্থার কর্তারা দিতে পারেননি।
তবে এ দিনের বিপর্যয় থেকে মুক্তি পেয়েছেন সিইএসসি-র গ্রাহকেরা। কারণ এ দিন দুপুরে জিরাট-কসবা লাইন থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নিচ্ছিল সিইএসসি-ও। কিন্তু বিপদ বুঝে সিইএসসি-র ইঞ্জিনিয়ারেরা সঙ্গে সঙ্গে ওই সরবরাহ লাইন থেকে নিজেদের সংযোগ বিচ্ছিন্ন করে নেন। সোমবারই বণ্টন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, সল্টলেকের একটি সাবস্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ হবে বলে মঙ্গলবার সকালের দিকে কিছু কিছু ব্লকে লোডশেডিং হতে পারে। এ দিন সকালের দিকে সল্টলেকে ঘুরিয়ে ফিরেয়ে লোডশেডিংও হয়। কিন্তু দুপুরবেলায় ফের জিরাট সাবস্টেশনটি বসে যাওয়ায় সল্টলেক-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার গ্রাহকরাও ফের লোডশেডিংয়ের কবলে পড়লে ভোগান্তি চরমে ওঠে। |