শ্লীলতাহানির অভিযোগ বসিরহাটে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাবাকে কয়েকজন মারধর করছে দেখে থাকতে পারেনি মেয়ে। মূত ও বধির ওই কিশোরী ছুটে যায় বাবাকে বাঁচাতে। কিন্তু তার শ্লীলতাহানি করে তাকে পুকুরে ফেলে দেওয়ার উঠল কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। তবে গ্রামেরই লোকজন ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার বড়গোবরা গ্রামে। যদিও দু’পক্ষই পুলিশের কাছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বসিরহাট থানার আইসি শুভাশিস বণিক বলেন, “তদন্ত শুরু হয়েছে। দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ সূত্রের খবর, “ঘটনার সূত্রপাত রবিবার। ওই দিন বুনোরহাটি ইউসুফ ইসমাইল মেমোরিয়াল হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন নিয়ে দু’পক্ষের বচসা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। লোকজনের মধ্যস্থতায় তখনকার মতো তা মিটেও যায়। কিন্তু সোমবার ফের গণ্ডগোল বাধে। ওই দিন সকাল ৮টা নাগাদ দোকানে যাচ্ছিলেন বড়গোবরা গ্রামের ওই বাসিন্দা। আগের দিনের ঘটনার জেরে স্থানীয় তিনজন তার উপরে লাঠি নিয়ে চড়াও হয়। বাবাকে মারতে দেখে ছুটে আসে তাঁর মূক-বধির মেয়ে। অভিযোগ, ওই তিনজন কিশোরীকে মারধর করে ও তার জামাকাপড় ছিঁড়ে দেয় ও ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয়। যদিও অভিযুক্তদের দাবি, একটা সামান্য ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বড় করে দেখানো হচ্ছে।
|
অস্বাভাবিক মৃত্যু বধূর, ধৃত স্বামী ও দেওর
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে নৈহাটির ৭ নম্বর বিজয়নগরে। মঙ্গলবার সকালে শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় শ্যামলী সরকার (৩৩)-এর দেহ। বাসিন্দাদের অভিযোগ, পণের দাবিতে খুন করা হয়েছে শ্যামলীদেবীকে। পুলিশ বধূর বাপের বাড়ির লোকের অভিযোগ ভিত্তিতে পণের জন্য অত্যাচার ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মৃতার স্বামী বিমল সরকার এবং দেওর অমরকে গ্রেফতার করেছে। বিমলের বিরুদ্ধে অন্য এক আত্মীয়ার সঙ্গে অবৈধ সম্পর্ক ও প্রতিবাদ করায় শ্যামলীদেবীকে মারধরের অভিযোগও করেছেন তাঁর বাবা ধীরেন হালদার। পুলিশ জানিয়েছে, বছর দুয়েক আগে স্থানীয় রাজেন্দ্রপুরের বাসিন্দা শ্যামলীর সঙ্গে বিমলের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পণ বাবদ লক্ষাধিক টাকা দাবি করতে থাকে বিমল। বাপের বাড়ি থেকে টাকা না আনায় মারধর ও মানসিক নির্যাতন চলত। ব্যারাকপুরের এডিসি শুভঙ্কর ভট্টাচার্য বলেন, ‘‘পণের জন্য ওই বধূর উপর অত্যাচার করা হত বলে অভিযোগ পেয়েছি। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। ময়না তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে।”
|
গ্রেফতার দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র, মাদক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নানা জায়গায় তল্লাশি চালিয়ে সোমবার রাতে বনগাঁর জয়ন্তীপুরে আগ্নেয়াস্ত্র-সহ ৬ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। তারা ডাকাতির উদ্দেশ্যে জড় হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। একই রাতে ওই এলাকা থেকেই হেরোইন-সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। বাগদার মামাভাগনে এলাকা থেকে গুলিভর্তি রিভলবার-সহ গ্রেফতার করা হয় এক দুষ্কৃতীকে। ধৃতের নাম গৌতম হীরা। তার বাড়ি স্থানীয় খয়রামারি এলাকায়। ডাকাতি-সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোপালনগর থানার বাজার এলাকা থেকে আড়াই কেজি গাঁজা-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সবুজ ওরফে ধীরাজ বিশ্বাস। বাড়ি নদিয়ার কৃষ্ণনগরের রায়পাড়ায়। ধৃতকে জেরা করে পুলিশ জানিয়েছে, সে আন্তর্জাতিক মোটর বাইক ও ট্রাক পাচার চক্রের পাণ্ডা।
|
সম্পত্তি নিয়ে বিবাদ, সংঘর্ষ সন্দেশখালিতে
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
সম্পত্তি নিয়ে বিবাদে শিশু-সহ পরিবারের চার জনকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটে সন্দেশখালির আতাপুর গ্রামে। পুলিশ সূত্রের খবর, দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি পুকুর ও রাস্তার দখল নিয়ে বিবাদ চলছিল। এ দিন দুপুরে হঠাৎ লোকজন নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ায় সংঘর্ষ বেধে যায়।
|
বাজ পড়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
বজ্রপাতে মৃত্যু হল এক কিশোরীর। আহত হন দুই মহিলা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে নিশ্চিন্দপুর গ্রামে। মৃতের নাম প্রতিমা বিশ্বাস(১৬)। |