জেলে লগ্নি সংস্থার কর্তা
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
প্রতারণার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন ‘টিভিআই এক্সপ্রেস’ নামে এক লগ্নি সংস্থার অন্যতম কর্ণধার তরুণ ত্রিখা। মঙ্গলবার আরও একটি প্রতারণার মামলায় কান্দি আদালতে তোলা হয় তাঁকে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক শ্রীধর বসু অভিযুক্তকে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। রাজ্য জুড়ে প্রতারণার জাল বিছিয়েছিলেন তিনি। খড়্গপুরে দায়ের হওয়া একটি অভিযোগে কিছু দিন আগে সিআইডি তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করে। কান্দিতে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার কারবার ফেঁদেছিল তরুণের সংস্থা। প্রায় ৩৩ কোটি টাকা তোলা হয়। কিন্তু পরে বন্ধ হয়ে যায় সংস্থার কার্যালয়। এরপর এজেন্ট নরেন্দ্রনারায়ণ রায় কান্দি থানায় সংস্থার কর্ণধারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই মামলাতেই এ দিন আদালতে হাজির করা হয়েছিল তরুণকে।
|
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সাগরদিঘির বাহালনগর আদিবাসী পাড়ায় সোমবার রাতের ওই ঘটনায় মৃতের নাম মিনতি হেমব্রম ওরফে জ্যোৎস্না (৩৭)। পুলিশ জানায়, মিনতি ও মুজিবর দু’জনেরই প্রথম পক্ষের সংসার রয়েছে। তবুও তাঁরা বিয়ে করে বাহালনগরে বাস করছিলেন। রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। বাড়ি ছেড়ে চলে যান মুজিবর। সোমবার ফিরে ঘুমন্ত স্ত্রীকে টেনে তোলেন। তারপর তাঁকে নিয়ে গিয়ে কোপান মিনতিদেবীকে। জঙ্গিপুরের এসডিপিও ওয়াংডেন ভুটিয়া বলেন, “মুজিবরের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে সে পলাতক।”
|
দুর্নীতির নালিশ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠল সাধনপাড়া-১ পঞ্চায়েতের প্রধান বিজেপির তিলকা সরকারের বিরুদ্ধে। কৃষ্ণনগর-২ ব্লকের বিডিও হরিহর বালা সোমবার প্রধান ও নির্মাণ সহায়ক প্রভাত বিশ্বাসের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান। জেলা প্রশাসন সূত্রের খবর, ২০১০ সালে একশো দিনের প্রকল্পে উত্তর রুকুনপুরে রাস্তা তৈরির কাজ শুরু হয়। অভিযোগ, নির্মাণ সহায়কের যোগসাজসে প্রধান কাজ শেষ না করেই টাকা তুলে নেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে নালিশ জানাতেই শুরু হয় তদন্ত। বিডিও হরিহরবাবু বলেন, “অভিযোগের সত্যতা মিলতেই অভিযোগ দায়ের করা হয়েছে।” তিলকাদেবী বলেন, “আমাকে ফাঁসানো হচ্ছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
পথ দুর্ঘটনায় মারা গেলেন এক বাইক আরোহী। সোমবার রাতে ফরাক্কার শঙ্করপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত মনিরুল ইসলাম (২২) ফরাক্কার খোসালপুর গ্রামের বাসিন্দা। বাইকের সঙ্গে তে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে হলে দুর্ঘটনাটি ঘটে। |