সংস্কৃতি যেখানে যেমন

আলোচনাচক্র
গত রবিবার সন্ধ্যায় বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে ‘আমার ভাবনায় বিবেকান্দ’ শীর্ষক প্রতিযোগিতামূলক আলোচনা হল। ‘মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সাংস্কৃতিক চর্চাকেন্দ্র’ আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ১৪ জন প্রতিযোগী। স্থান অধিকার করেন বহরমপুর গালর্স কলেজের অনিতা বিশ্বাস, লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টিনরি কলেজের প্রমিতা সরকার ও বহরমপুর কলেজের লিসা মুখোপাধ্যায়। বিষাণকুমার গুপ্তের প্রবন্ধ সংকলন গ্রন্থ ‘মুর্শিদাবাদ: ফিরে দেখা’-র উদ্বোধন করেন সারগাছি রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক বিশ্বময়ানন্দ মহারাজ।

পাঠের আয়োজন
‘ছাপাখানার গলি’ আয়োজিত ১৬তম মাসের পাঠচক্র বসেছিল গত শনিবার। বহরমপুর শহরের গোরাবাজার এলাকায় চিকিৎসক তাপস পালের বাড়িতে। তারকমোহন ঘোষের লেখা ‘এ পৃথিবী কি শুধু মানুষের জন্য’ গ্রন্থটির উপর আলোচনা করেন প্রাবন্ধিক প্রকাশ দাসবিশ্বাস। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক বাসুদেব চট্টোপাধ্যায় প্রকাশ করেন চিকিৎসক তাপস পালের লেখা গ্রন্থ ‘সমাজতন্ত্র: বিকল্প পথ বিকল্প ভাবনা’।

রবি-স্মরণ
কৃষ্ণনগরের শ্রী অরবিন্দভবনে রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘কাকাতুয়া চিলড্রেনস ব্যান্ড’। তাঁদের একাদশতম অনুষ্ঠানে সংস্থার শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে। আকর্ষণ ছিল, পার্থ চক্রবর্তীর পরিকল্পনা, বিন্যাস ও পরিচালনায় ‘রবীন্দ্রনাথের ভাঙা গান’ শীর্ষক অনুষ্ঠান।

ভাষা দিবস পালন
বেথুয়াডহরির ‘কথাশিল্প’র উদ্যোগে পালিত হল ভাষাদিবস। অসমের বরাক উপত্যকার ভাষা শহিদদের স্মরণে ওই অনুষ্ঠানটি হয় আয়োজক সংস্থার কার্যালয়ে গত ১৯ মে। আবৃত্তি, আলোচনা ও সংগীত পরিবেশনের মাধ্যমে ভাষা দিবস পালন করা হয়।

৩৪-এ ঋত্বিক
বহরমপুরের নাট্যসংস্থা ‘ঋত্বিক’ ৩৪ বছরে পা রাখল গত ৮ মে। সেই উপলক্ষে ‘ঋত্বিক-এর মহলাকক্ষে ৮ মে নাচ, গান, শ্রুতিনাটক পরিবেশন করা হয়। তাছাড়াও ‘ঋত্বিক’ আয়োজিত ২০১২-২০১৩ সালের নাট্যকর্মশালার শিক্ষার্থীরা পরিবেশন করেন গীতি আলেখ্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.