|
|
|
|
কেকেআর নেই, ইডেনের পিচও পাল্টাচ্ছে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঘরের টিমের পছন্দের উইকেটের আর আবদার নেই। নেই উইকেট নিয়ে নিত্যনতুন অনুরোধ। কারণ, আইপিএল সিক্স প্লে অফে কেকেআরই নেই। ইডেন উইকেটের চেনা-পরিচিত ‘স্লো টার্নার’ চরিত্রও তাই পাল্টে যাচ্ছে।
ইডেন কিউরেটর প্রবীর মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, কেকেআর ম্যাচের বাইশ গজের সঙ্গে প্লে অফ বা ফাইনালের উইকেটের কোনও মিল হাজার চেষ্টাতেও খুঁজে পাওয়া যাবে না। টার্নারের কাহিনি আর নেই। বরং এমন উইকেট পাওয়া যাবে, যা ব্যাটসম্যান ও বোলার দু’পক্ষকেই সাহায্য করবে। “ইডেনে কেকেআরের ম্যাচ শেষ হওয়ার পরেই উইকেটের চরিত্র পাল্টানোর কাজ শুরু করে দিয়েছিলাম,” বলছিলেন প্রবীরবাবু। দ্বিতীয় প্লে অফ (২৪ মে) এবং ২৬ মে-র আইপিএল ফাইনাল দু’টো ম্যাচই হবে ইডেনের সেন্টার উইকেটে। “এ বারই বুঝিয়ে দেব যে, প্রবীর মুখোপাধ্যায়ও আইপিএলের উইকেট বানাতে জানে। ঠিকঠাক ব্যাট করতে পারলে ফাইনালে একশো আশি তোলা কোনও ব্যাপার হবে না। তা ছাড়া বোলাররাও বাউন্স পাবে উইকেট থেকে। পিচে এ বার ঘাস রাখছি।”
পেপসি আইপিএল থেকে কেকেআরের ছিটকে যাওয়ার পিছনে এক নম্বর খলনায়ক বাছা হচ্ছে ইডেন পিচকে। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে অনেকেরই মনে হচ্ছে, কেকেআরকে সামনের বছর ভাল কিছু করতে হলে উইকেটের চরিত্র পাল্টানো প্রয়োজন। কিন্তু প্রতি বারই কেন বিতর্ক বাধে উইকেট নিয়ে? এ বার প্রবীরবাবুর উত্তর, “সেটা আমিও জানি না। সব ফ্র্যাঞ্চাইজিই ঘরের মাঠের সুবিধাটা নেয়। কেকেআরও তাই। আমি কী করব? টার্নার তো আর আমি বানাতে চাই না।” সঙ্গে তাঁর আরও সেংযাজন, “কেকেআর এ বারও উইকেট ওদের মনের মতো করার জন্য নানা অনুরোধ করেছিল। ওদের সুবিধাটা দেখেছি। রাজস্থান যে জয়পুরে গ্রিন টপ বানাচ্ছে, তাতে কোনও সমস্যা নেই। আর আমি টার্নার বানালেই সেটা দোষ?” |
|
|
|
|
|