ক্যাপ্টেন
মহেন্দ্র সিংহ ধোনি: কেউ ওর পরিবর্ত দিতে পারবে? আইপিএলের কোনও ক্যাপ্টেন ওর মতো ধুরন্ধর নয়। যেমন অধিনায়ক, তেমন ফিনিশার। আমার টিমের কিপারও এমএসডি।
লোয়ার মিডল
সুরেশ রায়না: ভাল ফিনিশার। তা ছাড়া বাঁ-হাতি। সুবিধাটা হচ্ছে, রায়নাকে ব্যাটিং অর্ডারে উপর-নীচ করানো যাবে। বাঁ-হাতি স্পিনার দেখলেই ওকে পাঠানো যাবে।
ডোয়েন ব্র্যাভো: অনেকে বলবেন, পোলার্ড নয় কেন? পোলার্ড ওর চেয়ে ভাল বল হিট করে। কিন্তু ব্র্যাভোর স্লগ বোলিংটা আবার দুর্ধর্ষ। যেটা পোলার্ডের নেই। আর ধোনির মতো হার্ডহিটার তো টিমে রয়েইছে।
পেসার
ডেল স্টেইন: আইপিএলের আইকন বোলার। এ বার উপমহাদেশের উইকেটে যা বল করল, তাতে ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তো রীতিমতো টেনশন হচ্ছে।
ভুবনেশ্বর কুমার: লোকে বলে পেস নেই। আমিও সেটা এক সময় ভাবতাম। যেটা ভুল। জোর ভালই আছে, তা ছাড়া যে কোনও উইকেটে বল দু’দিকে সুইং করাবে। স্টেইন আর ভুবি কম্বিনেশ্বনটা কিন্তু মারাত্মক।
স্পিনার
সুনীল নারিন: কেকেআরের এই এক জনকেই রাখতে পারলাম। কেকেআর এ বার ছিটকে গিয়েছে। কিন্তু নারিনের ‘পাজল’ এ বারও কেউ ভাঙতে পারল না। গেইলও না।
দ্বাদশ ব্যক্তি
এ’বি ডে’ভিলিয়ার্স: ইচ্ছে করলেও খেলানো যাবে না। কী করা যাবে, চার জনের বেশি বিদেশি নেওয়ার তো উপায় নেই! |