ওপেনার
নতুন করে কিছু বলার আছে? টি-টোয়েন্টির সম্ভবত সর্বকালের সেরা প্লেয়ার। ব্যাটে লাগলে টিমের বাকি দশ জনকে কিছু করতে হবে না।
শিখর ধবনকে মাথায় রেখেও বলছি, রাহানে বেশি ধারাবাহিক। শিট অ্যাঙ্করের কাজটাও করে দেবে।

ওয়ান ডাউন
ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। সীমিত ওভারের ক্রিকেটে ওকে ছোঁয়ার মতো কেউ নেই। আর বিরাটের ক্রিকেটীয় শটগুলোই এত দুর্ধর্ষ যে ইম্প্রোভাইজেশনের বেশি প্রয়োজন পড়ে না।

মিডল অর্ডার
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে রাখছি ওর বর্তমান ফর্মের বিচারে। সবচেয়ে বড় কথা, ও অবস্থা বুঝে খেলে। রান আ বল বললে, সেটা করবে। বড় শটের দরকার পড়লে সেটাও নেবে।
পেপসি আইপিএলে ওর নবজন্ম হল। দীনেশের হাতে শট যেমন আছে, তেমন টেকনিকটাও ভাল।

ক্যাপ্টেন
কেউ ওর পরিবর্ত দিতে পারবে? আইপিএলের কোনও ক্যাপ্টেন ওর মতো ধুরন্ধর নয়। যেমন অধিনায়ক, তেমন ফিনিশার। আমার টিমের কিপারও এমএসডি।

লোয়ার মিডল
ভাল ফিনিশার। তা ছাড়া বাঁ-হাতি। সুবিধাটা হচ্ছে, রায়নাকে ব্যাটিং অর্ডারে উপর-নীচ করানো যাবে। বাঁ-হাতি স্পিনার দেখলেই ওকে পাঠানো যাবে।
অনেকে বলবেন, পোলার্ড নয় কেন? পোলার্ড ওর চেয়ে ভাল বল হিট করে। কিন্তু ব্র্যাভোর স্লগ বোলিংটা আবার দুর্ধর্ষ। যেটা পোলার্ডের নেই। আর ধোনির মতো হার্ডহিটার তো টিমে রয়েইছে।

পেসার
আইপিএলের আইকন বোলার। এ বার উপমহাদেশের উইকেটে যা বল করল, তাতে ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তো রীতিমতো টেনশন হচ্ছে।
লোকে বলে পেস নেই। আমিও সেটা এক সময় ভাবতাম। যেটা ভুল। জোর ভালই আছে, তা ছাড়া যে কোনও উইকেটে বল দু’দিকে সুইং করাবে। স্টেইন আর ভুবি কম্বিনেশ্বনটা কিন্তু মারাত্মক।

স্পিনার
কেকেআরের এই এক জনকেই রাখতে পারলাম। কেকেআর এ বার ছিটকে গিয়েছে। কিন্তু নারিনের ‘পাজল’ এ বারও কেউ ভাঙতে পারল না। গেইলও না।

দ্বাদশ ব্যক্তি
ইচ্ছে করলেও খেলানো যাবে না। কী করা যাবে, চার জনের বেশি বিদেশি নেওয়ার তো উপায় নেই!




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.