জখম ডান পা নিয়েও সল্ট লেকে
ইস্টবেঙ্গল-শো করতে মরিয়া অক্ষয় কুমার
রাজীব হরিওম ভাটিয়া এ দিন আচম্বিত দুর্ঘটনায় এতটাই আঘাত পেয়েছেন যে, দুটো কম্বিফ্ল্যাম আর আইসপ্যাকও সেটা কমাতে পারছে না। যন্ত্রণায় ছটফট করতে থাকা তাঁকে দ্রুত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হল কোকিলাবেন হসপিটালে। এক অস্ট্রেলীয় অর্থোপেডিক সার্জেনের কাছে। ডান পায়ের গোছে ক’দিন আগে চোট লেগেছিল। সেখানেই আবার লেগেছে। রাজীব ভাটিয়ার আগামী তিন সপ্তাহের মধ্যে কলকাতা যাওয়া রয়েছে। এর জন্য মোটেও তিনি কলকাতা সফর পিছিয়ে দিচ্ছেন না। যে শহরে আজ থেকে তিরিশ বছর আগে তিনি চাকরি করতেন।
অবশ্য তখন চাকরি করতেন রাজীব ভাটিয়া নামে। এখন তাঁকে সেই একই শহর এবং গোটা ভারতবর্ষ চেনে অক্ষয় কুমার নামে। আগামী ৯ জুন ইস্টবেঙ্গলের প্রাক-শতবর্ষ অনুষ্ঠান উপলক্ষে অক্ষয় আসছেন কলকাতায় শো করতে। দীর্ঘ ১৫ বছর বাদে কলকাতায় শো করতে আসা নিয়ে তিনি যে বেশ আলোড়িত, পায়ে বরফ ঘষতে ঘষতেই সেটা বলছেন। “আমি শুনছি প্রচুর লোক আসবে। ইস্টবেঙ্গল ভারতের অন্যতম প্রাচীন ক্লাবই শুধু নয়, ঐতিহ্যবান। ১৫ বছর পর কলকাতার বুকে প্রোগ্রাম করব ভেবে দারুণ লাগছে।”

নিজের এসি ভ্যানে মঙ্গলবার সন্ধ্যায় শ্যুটিংয়ের ফাঁকে অক্ষয় কুমার। ছবি: গৌতম ভট্টাচার্য
কিন্তু অনেকেরই আশঙ্কা হচ্ছে ৯ জুন যদি বর্ষা নামে তা হলে সল্ট লেকে তিনি শো করবেন কী ভাবে? এমনই ঠাসা কর্মসূচি তাঁর যে, আগামী এক বছরে এক্সট্রা দু’ঘণ্টাও কোথাও খালি নেই। এমনকী সল্ট লেকে অনুষ্ঠানের দিনও চার্টার্ড ফ্লাইটে এসে সে দিনই রাত্তিরে ফিরে যাওয়া। সঙ্গে থাকবেন হালফিলের নায়িকা সোনাক্ষী, প্রীতম এবং শান। এঁদের প্রত্যেকেরই নতুন ডেট পাওয়া সম্ভব। কিন্তু অক্ষয় কী করে সময় দেবেন কোনও কারণে যদি শো নিয়ে অসুবিধে হয়? মঙ্গলবার বিকেলে নিজের এসি ভ্যানে বসে আনন্দবাজারকে বললেন, “অবশ্যই সময় দেব। চোট লাগুক না লাগুক, বৃষ্টি হোক না হোক, শেষ পর্যন্ত শো-টা করবই। দরকার হলে নতুন ডেট দেব।”
পরিচালক বিপুল শাহ-র নতুন ছবির শ্যুটিং করতে গিয়ে অক্ষয়ের পায়ে এ দিন লাগল। সেই নিজের স্টান্ট নিজে দিতে গিয়ে। পূর্ব কান্দিভালির ওবেরয় গ্র্যান্ডের মধ্যে সেই লাগার পর মুহূর্তে এসি ভ্যানের চার দিক ঘিরে দাঁড়িয়ে গেল শ’খানেক লোক। ভ্যানের ভেতরে তখন বরফ ঘষে যাচ্ছেন অক্ষয়। আর বলছেন, “আইপিএল কিন্তু দারুণ টুর্নামেন্ট। আমি এখনও আইপিএলে বিশ্বাস রাখি। আমি এখনও বড় ক্রিকেটারদের ওপর বিশ্বাস রাখি। এ সব স্পট ফিক্সিংয়ের কথাটথা পড়লে খুব দুঃখ হয়। কিন্তু তা বলে পুরো বিশ্বাস আমি হারাতে রাজি নই। বরঞ্চ আজও আমার মনে হচ্ছিল, এই যে ডাগআউটে বিভিন্ন দেশের ত্রিকেটাররা একে অপরের পাশাপাশি বসে গল্প করছে, সেই আলোচনাগুলো যদি আমি শুনতে পেতাম!”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.