|
|
|
|
প্লেয়ার-নিলাম জুলাইয়ে |
ফুটবলের আইপিএলে কলকাতার টিমও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফুটবল আইপিএল রিলায়্যান্স লিগে খেলবে কলকাতা এবং গোয়া-ও।
মঙ্গলবার দিল্লিতে ফেডারেশনের সঙ্গে আইএমজি-রিলায়্যান্স কর্তাদের বৈঠকে ঠিক হয়েছে, যে-যে শহরের কাছাকাছি বিমানবন্দর আছে এবং স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবস্থা আছে, সেখানেই ডেভিড বেকহ্যাম-সিনিয়র রোনাল্ডোর মতো সুপারস্টার ফুটবলারদের এনে আইপিএল করা হবে। খেলা হওয়া কথা ২০১৪-র ১৫ জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত। যে আটটি শহরকে খেলার জন্য বাছা হয়েছে তারা হল-- দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে, বেঙ্গালুরু, কোচি, গোয়া এবং কলকাতা। ফেডারেশন কর্তাদের সংগঠকদের পক্ষ থেকে এ দিন জানানো হয়েছে, ইতিমধ্যেই যুবভারতী-সহ মাঠগুলি ভাড়া নেওয়ার কাজ শুরু করেছেন তাঁরা। নির্দিষ্ট শহরগুলোর কোনওটায় মাঠ না পাওয়া গেলে পরিবর্ত হিসাবে সুযোগ দেওয়া হবে হায়দরাবাদ বা গুয়াহাটির মতো শহরকে।
দিল্লিতে এ দিনের সভায় ফেডারেশনের পক্ষ থেকে হাজির ছিলেন সচিব কুশল দাস এবং আই লিগের সিইও সুনন্দ ধর। সংগঠক রিলায়্যান্সের পক্ষে আলোচনায় ছিলেন আশু জিন্দাল, প্রীতি জিন্দাল এবং জেফস স্ল্যাগ। ঠিক হয়েছে, আটটি দলের জন্য মোট ৮৮ জন স্থানীয় ফুটবলার নেওয়া হবে।
ক্লাবের সঙ্গে যে সমস্ত ফুটবলারের চুক্তি শেষ হয়ে গিয়েছে তাঁদের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন আইপিএল সংগঠকরা। প্রত্যেক টিমে সদ্য প্রাক্তন বিশ্বের অন্যতম নামী কোনও তারকাকে আইকন ফুটবলার করা হবে। সেই তালিকায় বেকহ্যাম থেকে রোনাল্ডো-রোনাল্ডিনহোর নাম আছে। প্রত্যেক দলে চার থেকে পাঁচ জন বিদেশি খেলানোর সুযোগ থাকবে। সংগঠক রিলায়্যান্স কর্তারা চাইছেন এ বছরের জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই সব কাজ সেরে ফেলতে। ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে ফুটবলারদের নিলামও হবে ওই সময়েই। রিলায়্যান্সের এক কর্তা জানান, ফুটবলার পেতে আই লিগ খেলা ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তাঁরা। ক্লাবগুলিকে প্রস্তাব দেওয়া হবে, আড়াই মাসের জন্য ফুটবলার ছাড়লে ক্লাবগুলিকে বদলে সেই প্লেয়ারের চার মাসের পেমেন্ট দেওয়া হবে। জানা গিয়েছে, ২৭ মে ফেডারেশনের জরুরি সভায় কী ভাবে আইপিএল হবে তা বিস্তারিত ভাবে জানাবেন সংগঠকরা।
|
|
|
|
|
|