|
|
|
|
নারায়ণগড় |
সূর্যকান্তের খাসতালুকে প্রচার শুরু করল তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের খাসতালুকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করল তৃণমূল। মঙ্গলবার বিকেলে নারায়ণগড়ের বেলদায় দলের এক সভা হয়। স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক তথা যুব তৃণমূলের জেলা সভাপতি শ্রীকান্ত মাহাতো, দলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ প্রমুখ। মিহিরবাবুর বক্তব্য, “সভা থেকেই আমরা পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করলাম। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। আমরা প্রতিটি মানুষের কাছে যাব। গত দু’বছরে রাজ্য সরকার ঠিক কী কী উন্নয়নমূলক কাজ করেছে, তা মানুষের কাছে তুলে ধরব।”
রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্রের নির্বাচনী এলাকা নারায়ণগড়। গত বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া বয়েছে। তবে তার মৃদু প্রভাব পড়ে এই এলাকায়। ফলে, নির্বাচনে জিততে অসুবিধে হয়নি সূর্যকান্তবাবুর। সিপিএমের বক্তব্য, নারায়ণগড়ে তাদের সাংগঠনিক শক্তি মজবুতই রয়েছে। মানুষ তাদের পাশে রয়েছেন। ফলে, পঞ্চায়েত নির্বাচনেও এখানে ভালো ফল হবে। তৃণমূলের অবশ্য দাবি, পঞ্চায়েত নির্বাচনের পর নারায়ণগড়ে দূরবীন দিয়ে দেখতে হবে সিপিএমকে। এই চাপানউতোরের মধ্যেই নির্বাচনের প্রচার শুরু করল তৃণমূল। সভায় দলীয় নেতৃত্ব অভিযোগ করেন, বাম আমলে গরিব মানুষ শোষিত হয়েছেন। সর্বহারারা সর্বশান্ত হয়েছেন। শ্রমিকেরা কাজ হারিয়েছেন। রাজ্যে পালাবদলের পর অবশ্য পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তৃণমূলের ব্লক সভাপতির কথায়, “রাজ্য সরকারের বিরুদ্ধে নানা কুত্সা ও অপপ্রচার চলছে। মানুষের কাছে গিয়ে আমরা তার জবাব দেব। প্রকৃত সত্য মানুষের কাছে তুলে ধরব।” প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও নারায়ণগড়ের বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের কর্মী-সমর্থকেরা বেলদার সভায় এসে যোগ দেন। তবে এখনই তৃণমূলের পাল্টা সভা করছে না সিপিএম। অন্তত, দলের বেলদা জোনাল কমিটির সম্পাদক ভাস্কর দত্ত’র কথায় তেমনই ইঙ্গিত মিলেছে। তাঁর বক্তব্য, “বেলদায় তৃণমূলের সভা হয়েছে বলে জেনেছি। তবে এখনই আমাদের সভা করার কোনও পরিকল্পনা নেই।” |
|
|
|
|
|