টুকরো খবর |
কারখানায় হামলা, নালিশ তৃণমূলের নামে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
নির্মীয়মাণ কারখানায় ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের লোকজনের বিরুদ্ধে। কর্মরত শ্রমিকদের মারধর করা হয়। এই ঘটনায় মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়ায় খড়্গপুরের নিমপুরা শিল্পতালুকে। পৌঁছয় পুলিশ। তবে এ দিন আর নির্মাণকাজ শুরু করা যায়নি। কারখানা কর্তৃপক্ষ এবং তৃণমূল দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
সাদাতপুরের পাশেই নিমপুরা শিল্পতালুক। এখানে একটি বিটুমিন কারখানা তৈরির কাজ চলছে। এ দিন সকালেও কাজ করছিলেন জনা তিরিশেক শ্রমিক। অভিযোগ, আচমকাই তৃণমূলের লোকজন গেট খুলে কারখানায় ঢুকে শ্রমিকদের মারধর শুরু করে। নির্মাণকাজ দেখভালের দায়িত্বে ছিলেন ইবরার হোসেন। তিনি বলেন, “তৃণমূলের প্রায় ৪০-৫০ জন কারখানায় ঢুকে মারধর শুরু করে। সশস্ত্র কয়েকজন শ্রমিকদের হুমকি দেয়। কাজ বন্ধ করতে বলে। আচমকা কেন হামলা চালানো হল বুঝতে পারছি না।” হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। খড়্গপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরীর বক্তব্য, “হামলার অভিযোগ মিথ্যে। কারখানার সামনে দলের একটি পতাকা ছিল। সেটি খুলে ফেলা হয়। প্রতিবাদ জানাতেই দলের কর্মীরা ওই নির্মীয়মাণ কারখানায় গিয়েছিলেন। মারধরের কোনও ঘটনা ঘটেনি।”
|
ডিলারদের সংগঠন বদল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গোপীবল্লভপুর ১ ও ২ ব্লকের বেশিরভাগ রেশন ডিলার জাতীয়তাবাদী সংগঠনে যোগ দিলেন। এতদিন তাঁরা ছিলেন এমআর ডিলার অ্যাসোসিয়েশনে। এ বার পশ্চিমবঙ্গ এমআর ডিলার ও কেরোসিন অয়েন জাতীয়তাবাদী সংগঠনে চলে এলেন। সংগঠনের রাজ্য সভাপতি কাঞ্চন খানের দাবি, “ওই দু’টি ব্লকে ৫২ জন রেশন ডিলার রয়েছেন। তাঁদের মধ্যে ৪৮ জনই আমাদের সংগঠনে চলে এসেছেন।” মঙ্গলবারই তাঁদের ওই সংগঠনে নিয়েও নিয়েছেন কাঞ্চনবাবু। জেলায় প্রায় দেড় হাজার রেশন ডিলার রয়েছেন। তার মধ্যে এক তৃতীয়াংশ ডিলার ইতিমধ্যেই তাঁদের সঙ্গে চলে এসেছেন কাঞ্চনবাবু জানান। অন্যদিকে এমআর ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক মুকসেদ আলি বলেন, “কিছু ডিলার ওদের সঙ্গে রয়েছেন এটা ঠিক, তবে বেশিরভাগই আমাদের সঙ্গেই আছেন।”
|
সরকারের বর্ষপূর্তির মেলা শেষ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে আয়োজিত মেলা শেষ হল মঙ্গলবার। ৫ তারিখ থেকে মেলা শুরু হয়েছিল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে।
১৭ দিন ব্যাপী মেলায় ছিল বিভিন্ন দফতরের দেওয়া ২৭টি স্টল। যেখানে সংশ্লিষ্ট দফতরের কাজকর্মে ছবির সঙ্গে দফতরগুলি কী কাজ করে তা-ও বড় পর্দায় দেখানো হয়। তারই সঙ্গে মেলাতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। শেষ দিনে প্রদর্শনীর সঙ্গেই সর্বশিক্ষা দফতর এক ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করে। সব শেষে ছিল সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের শেষ দিনে জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, পুলিশ সুপার সুনীল চৌধুরী, জেলা পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক প্রণব ঘোষ, সর্ব শিক্ষার জেলা প্রকল্প আধিকারিক শাশ্বতী দাস উপস্থিত ছিলেন।
|
মাদক-সহ ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ফের মাদক উদ্ধার হল খড়্গপুরে। এ বার এক যুবকের কাছ থেকে ৩২ গ্রাম হেরোইন পাওয়া গেল। গোলাম ভাণ্ডারি নামে ওই যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। বাড়ি শহরের পাঁচবেড়িয়ায়। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই যুবকের খোঁজ চলছিল। সে মাদক কেনাবেচা করে। খবর পেয়ে সোমবার রাতে সাউথ সাইড গোল্ডেনচকে তল্লাশি চালায় পুলিশ। তখনই ৩২ গ্রাম হেরোইন-সহ ওই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত যুবক কোনও দুষ্টচক্রের সঙ্গে যুক্ত কি না, তদন্তে তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
|
দুর্ঘটনায় মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিদ্যুত্ দফতরের দুই ঠিকাকর্মীর। সোমবার রাত আটটা নাগাদ খড়্গপুর আইআইটি বাইপাসে দুর্ঘটনাটি ঘটে। মৃতেরা হলেন আশিস পাঠক (৩৫) ও গৌতম মাইতি (৪৫)। দু’জন মোটরবাইকে করে গোপালির দিকে যাচ্ছিলেন। আইআইটি বাইপাসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পোলে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে আনে।
|
জার্নাল প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বার্ষিক জার্নাল প্রকাশিত হল মঙ্গলবার। ‘বিদ্যাসাগর ইউনিভার্সিটি জার্নাল অফ হিস্ট্রি’-র আনুষ্ঠানিক প্রকাশ করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। এই জার্নালে ১৪টি গবেষণাপত্র ও তিনটি বইয়ের সমালোচনা প্রকাশিত হয়েছে। |
|