টুকরো খবর |
ব্রডগেজ প্রকল্প শেষ করতে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
লামডিং-শিলচর ব্রডগেজ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবিতে দু’দিনের গণ-অবস্থানের পর আজ প্রধানমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠাল শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। প্রকল্পটির কাজ শেষ হওয়ার সময়সীমা আরও একবার পিছিয়ে যাওয়ায় বরাক, ত্রিপুরা-সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ক্ষুব্ধ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের আহ্বানে শুক্রবার গেজ স্থানান্তর প্রকল্প নিয়ে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানেই লামডিং-এর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাকেশকুমার গোয়েল জানিয়েছেন, টাকার অভাবে ২০১৪ সালের মধ্যে কাজ শেষ হচ্ছে না। আগামী বছর প্রয়োজনীয় টাকা মিললে ২০১৫ সালের মার্চে ব্রডগেজে যুক্ত হতে পারে এই অঞ্চল। সে ক্ষেত্রে ব্রডগেজে ট্রেন চলবে আগরতলা পর্যন্ত। ১৯৯৬ সালে কাজ শুরু হয়েছিল এই গেজ প্রকল্পের। কিন্তু ১৭ বছরেও কাজ শেষ না-হওয়ার প্রতিবাদে এ বার ভাষাশহিদ দিবসে প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। ১৯ মে সন্ধ্যায় শুরু হয় গণ অবস্থান। তা শেষ হতেই আজ প্রধানমন্ত্রীর উদ্দেশে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে স্মারকপত্র পাঠানো হয়। ২০০৪ সালে এই প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করেন স্বয়ং প্রধানমন্ত্রী। এর পরও অর্থের অভাব কেন! স্মারকলিপিতে এ নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে। এই স্মারকলিপিতেই ইস্ট-ওয়েস্ট করিডরের কাজ শেষ করা এবং শিলচর রেলস্টেশনের নাম বদলে ভাষাশহিদ স্টেশন করার দাবি জানানো হয়েছে।
|
মথুরাপুরে দাঁড়াচ্ছে পাটলিপুত্র এক্সপ্রেস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঝাড়খণ্ডের মধুপুর ও জসিডির মাঝে মথুরাপুরে দূর পাল্লার ট্রেন দাঁড় করানোর দাবির নিষ্পত্তি হল অবশেষে। রাঁচি ও পটনার মধ্যে চলাচলকারী পাটলিপুত্র এক্সপ্রেস ১২ মে থেকে ছ’মাসের জন্য পরীক্ষামূলক ভাবে মথুরাপুর স্টেশনে দাঁড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে রেল। মথুরাপুরে ট্রেন থামানোর দাবি নিয়ে দু’বছর ধরে সরব ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্যসভার সাংসদ বরুণ মুখোপাধ্যায়। চলতি মাসের গোড়াতেই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনয় মিত্তল বরুণবাবুকে চিঠি দিয়ে পটনা-হাতিয়া পাটলিপুত্র এক্সপ্রেসের মথুরাপুর স্টপেজের কথা জানান। রেলের বিজ্ঞপ্তি জারির পরে গত ১২ তারিখ বরুণবাবুই উপস্থিত থেকে মথুরাপুরে দাঁড়ানো ট্রেন ছাড়ার সঙ্কেত দিয়ে স্টপেজটি আনুষ্ঠানিক ভাবে চালু করেছেন। স্টেশন চত্বরে জনসভাও করেছে ফ ব। বরুণবাবুর কথায়, “মথুরাপুরের মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হল। মথুরাপুর এবং চার পাশের মানুষজনের এর ফলে পটনা ও রাঁচি পৌঁছতে সুবিধা হবে।”
|
সংবাদকর্মী খুনের জেরে বন্ধ, স্তব্ধ আগরতলা
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
|
কামানি চৌমোহানি। কংগ্রেসের ডাকা বন্ধে স্তব্ধ আগরতলা। মঙ্গলবার। ছবি: উমাশঙ্কর রায়চৌধুরী। |
সংবাদকর্মী খুনের প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টার বন্ধে স্তব্ধ হল আগরতলার জনজীবন। দোকানপাট, স্কুল-কলেজ, অফিস-কাছারি, আদালত, ব্যাঙ্ক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ছিল। রাস্তাও ছিল শুনশান। জরুরি পরিষেবাকে অবশ্য বন্ধের আওতার বাইরে রাখা হয়েছিল। রবিবার ‘দৈনিক গণদূত’ সংবাদপত্রের অফিসে ঢুকে তিন সংবাদকর্মীকে খুন করেছিল দুষ্কৃতীরা। তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটি আগরতলা পুর এলাকায় আজ বন্ধ পালন করে। একই কারণে সারা রাজ্যে ১২ ঘণ্টার বন্ধ ডেকেছিল ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস। রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ কর্তা নেপালচন্দ্র দাস জানান, ‘‘আগরতলা ছাড়া অন্যত্র বন্ধের প্রভাব পড়েনি।” ত্রিপুরা গ্রামীণ কংগ্রেসের নেতা সুবল ভৌমিকের অভিযোগ, ‘‘এ রাজ্যে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।” সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, ‘‘সংবাদকর্মীর খুন নিন্দনীয়। কিন্তু কংগ্রেস ওই ঘটনায় রাজনীতির রঙ মেশানোর চেষ্টা করছে। সিপিএম তার বিরোধিতা করে।”
পুরনো খবর: অফিসে কুপিয়ে খুন ৩ সংবাদকর্মীকে
|
উত্তর-পূর্বে যৌন নিগ্রহ ২ নাবালিকার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পৃথক দু’টি ঘটনায় দুই নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ উঠল গুয়াহাটির ভরলুমুখ ও মেঘালয়ের নোংকাসেন এলাকায়। পুলিশ জানিয়েছে, সোমবার ভরলুমুখে পড়শির বাড়িতে ঢুকে বছর ছ’য়েকের এক শিশুকন্যাকে সুমনকুমার মাহাতো নামে এক যুবক যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। মেয়েটির চিৎকারে ভিড় জমে যায়। হাতেনাতে ধরা পড়ে বছর তিরিশের ওই যুবক। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, মেঘালয়ের নোংকাসেন এলাকায় মানসিক ভারসাম্যহীন এক বালিকাকে তার মামা কয়েক মাস ধরে যৌন নিগ্রহ করছিল বলে অভিযোগ। অভিযুক্ত ব্রাস্টার পারিয়ং-এর হুমকিতে সে কথা কাউকে জানায়নি ‘নির্যাতিতা’ মেয়েটি। শনিবার পেটে যন্ত্রণা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারি পরীক্ষায় জানা যায়--সে অন্তঃসত্ত্বা। এরপরই পরিজনদের সব কথা জানায় মেয়েটি। গতকাল বিকেলে ব্রাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত পলাতক।
|
মেঘালয়ে জঙ্গি হামলায় নিহত ৫ খনি-শ্রমিক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড়ে ৫ খনি শ্রমিককে গুলি করে খুন করল গারো জঙ্গিরা। গত কাল সন্ধ্যায় নাঙালবিররা এলাকার ঘটনা। পুলিশ জানায়, প্রত্যন্ত ওই এলাকায় কয়েকটি খনি রয়েছে। জঙ্গিরা সমস্ত খনি মালিকের কাছ থেকেই ‘তোলা’ আদায় করে। তেমনই একটি খনিতে কাজ করতেন নিহত শ্রমিকরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই খনির মালিকের কাছ থেকেও টাকা চেয়েছিল গারো জঙ্গিরা। তা না-পাওয়ায় শ্রমিকদের খুন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল সশস্ত্র জঙ্গিরা ওই খনিতে গিয়ে শ্রমিকদের সারিবদ্ধ হয়ে দাঁড়াতে ‘নির্দেশ’ দেয়। এরপরই স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথারি গুলি চালায় তারা। স্থানীয় পুলিশকর্তা ডেভিড নেটসেল মারাকের সন্দেহ, প্রাক্তন এএনভিসি কম্যান্ডার নরক এক্সের নবগঠিত ‘ইউনাইটেড আচিক লিবারেশন আর্মি’ সংগঠনই ওই ঘটনায় জড়িত। নিহতরা সকলেই অসমের গোয়ালপাড়ার বাসিন্দা।
|
আত্মসমর্পণ তিন জঙ্গির
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
দুই অপহৃতকে সঙ্গে নিয়ে থানায় আত্মসমর্পণ করল তিন এনএলএফটি জঙ্গি। পুলিশ জানায়, অপহৃতদের মুক্তি দেওয়ার পাশাপাশি ওই জঙ্গিরা গ্রেনেড, স্বয়ংক্রিয় রাইফেলের কয়েক রাউন্ড গুলি এবং গুরুত্বপূর্ণ কিছু নথিও জমা দেয়। তিন জঙ্গিমলেন্দ্র ত্রিপুরা, বীরেন্দ্র ত্রিপুরা ও তরণীমোহন ত্রিপুরা জানিয়েছে, স্বাভাবিক জীবনে ফিরতেই তারা আত্মসমর্পণ করেছে। পুলিশ জানায়, এপ্রিলের প্রথম দিকে এডিসি ভিলেজের এক মহিলা চেয়ারম্যান এবং অন্য এক সদস্যকে অপহরণ করেছিল সশস্ত্র এনএলএফটি জঙ্গিরা।
|
খাদে গাড়ি, মৃত ৬
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বিএসএফ-এর গাড়ি। মারা গেলেন সাত জওয়ান। ঘটনাটি ঘটেছে মিজোরামে। বিএসএফ সূত্রে খবর, আজ মিজোরাম-বাংলাদেশ সীমান্তের তুইপুইবাড়ি এলাকায় বিএসএফ কনভয় টহল দিচ্ছিল। তখনই ১১জন জওয়ান-সহ একটি ম্যাটাডর নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ছয় জওয়ান ঘটনাস্থলেই মারা যান। জখম হন ৫ জন। পরে হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়েছে।
|
অরুণাচলে পুরভোটে জিতল কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অরুণাচলে পুর-নির্বাচনে জিতল কংগ্রেস। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ইটানগরে ৩০টির মধ্যে ২১টি ও পাসিঘাট পুরসভায় ১২টির মধ্যে ৭টি আসনে কংগ্রেস জয়লাভ করেছে। ১৬ মে ওই দুটি শহরে পুর-নির্বাচন হয়। কমিশন জানিয়েছে, খারাপ আবহাওয়া বা ধসের জন্য সবকটি কেন্দ্রে পঞ্চায়েত ভোট করা যায়নি। সে সব এলাকায় ২৫, ২৮ ও ২৯ মে ভোটগ্রহণ করা হবে। |
|