কালনায় পড়ে মৃত কিশোরী
নিজস্ব সংবাদদাতা • কালনা |
জলপ্রকল্পের জলাধারে ওঠার সময়ে সিঁড়িতে পা হড়কে নীচে পড়ে মৃত্যু হল এক কিশোরীর। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে কালনা ২ ব্লকের সিঙ্গেরকোন এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম শম্পা বারুই (১৫)। সে স্থানীয় বাদলা বালিকা বিদ্যালয়ে পড়ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা ২ ব্লক অফিসের কাছে জলপ্রকল্প আছে। সেখানে রয়েছে চল্লিশ ফুট উচ্চতার একটি জলাধার। উপরে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে। এলাকাবাসীর দাবি, গরমের সময়ে স্থানীয় মানুষজন বিকেলের দিকে জলাধারের উপরে উঠে বসেন। সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ তেমন ভাবেই সিঁড়ি বেয়ে উঠছিল শম্পা। জলাধারের প্রায় কাছাকাছি পৌঁছে তার পা হড়কে যায়। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ছাত্রী মৃত বলে জানান চিকিৎসকেরা।
|
পাটখেতে মিলল যুবকের দেহ
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
পাটখেত থেকে এক যুবকের দেহ উদ্ধার হল পূর্বস্থলী ২ ব্লকের বাবুইডাঙা গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম সিরাজুল শেখ (২৭)। বাড়ি ওই গ্রামেই। মঙ্গলবার সকালে এলাকার মানুষজন খেতে সিরাজুলের দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ জানায়, দেহ উদ্ধারের সময়ে মৃতের গলায় দাগ দেখা গিয়েছে। মুখ থেকে গ্যঁজলা বেরোচ্ছিল। মৃতের বাড়ির লোকজন পুলিশকে জানান, সিরাজুল সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে পূর্বস্থলী থানার পুলিশ একটি খুনের মামলা রুজু করেছে। পুলিশ জানায়, সিরাজুলের নামে নানা দুষ্কর্মের অভিযোগ ছিল।
|
ছাত্রীর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ছাত্রীর। তার নাম রাসমনি বন্দ্যোপাধ্যায় (১৭)। কুড়মুন হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই বর্ধমানের ফরিদপুরের ওই ছাত্রী বারবার বমি করছিল। বাড়ির লোকেরা জিজ্ঞেস করলে সে জানায়, আগের রাতে ইঁদুর মারার বিষ খেয়েছিল সে। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলেও সে দিনই মৃত্যু হয় রাসমনির। তবে মৃত্যুর কারণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তার বাড়ির লোকজন।
|
মোটরভ্যান উল্টে মৃত্যু খেতমজুরের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মোটরচালিত ভ্যান উল্টে মৃত্যু হয়েছে এক খেতমজুরের। মৃতের নাম নাড়ুগোপাল দাস (৬০)। বাড়ি কাটোয়ার কামাল গ্রামে। রবিবার বিকেলে মন্তেশ্বরের মালম্বা থেকে ফেরার পথে স্থানীয় সিজনে গ্রামের কাছে ওই মোটরচালিত ভ্যানটি উল্টে গেলে মাথায় গুরুতর আঘাত পান নাড়ুগোপালবাবু। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলেও সোমবার সন্ধ্যায় সেখানেই মারা যান তিনি। |